আরেকটি যুদ্ধ চাই

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম ০৬ মে, ২০১৬, ০৭:৫১:১৪ সন্ধ্যা

আবার একটি যুদ্ধ চাই

যা হবে না কারো

বাপের জমিদারী সম্পত্তি

হবে না কোন

দলের একক প্রকৃতি।

আবার একটি বিজয় চাই

যা হবে গন মানুষের

শান্তি আসবে সমাজে

শান্তির হাওয়া বইবে হৃদয়ে।

এমন যুদ্ধ চাইনা আমরা

করবে ব্যক্তি স্বার্থসিদ্ধির

এমন বিজয় চাইনা মোরা

কারো মস্তিষ্ক বিকৃতির।

এমন বিজয় চাইনা আমরা

যে বিজয়ের দাবি নিয়ে তারা

করবে লুন্ঠন, নিবে ইজ্জ্বত

আমাদের মা বোনের।

নিরিহ মানুষ খুন করে

বন্যা ভাসাবে রক্তের

পক্ষের শক্তি বলে তারা

জাতিকে করবে বিভক্ত।

লুট গুম চাঁদাবাজি করে

কায়েম রাখবে পরিবারতন্ত্র

আবার একটি যুদ্ধ চাই

চাই সত্যিকারের বিজয়ের।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File