“দেশপ্রেম টেস্ট” আপনিও যাছাই করুন এই লক্ষণগুলো দেখা দিলে আপান বুঝবেন আপনার দেশপ্রেম শূণ্যের কোঠায়।
লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম ০৫ মে, ২০১৬, ১২:০২:২৮ দুপুর
#তিন দিন ধরে সুন্দরবনে আগুন লেগেছে অথচ এটা নিয়ে আপনার একটুও মাথা ব্যাথা হচ্ছেনা।
#সড়ক দূর্ঘটনায় একই সাথে ২০ জন নিহত হচ্ছে অথচ আপনি ইনিয়ে বিনিয়ে কেবল চালককেই দোষারোপ করছেন যদিও চালক নিজেও নিহত হয়।
#জোর জবরদস্তি করে কেউ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারপরও আপনি তৃপ্তির ঢেঁকুর তুলছেন।
#ব্যাপক প্রতিবাদ আর জনবিরোধিতা থাকার পরও আপনি বায়েম্রেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য গোয়ার্তুমি দেখাচ্ছেন।
#বিটিভি দেখে আপনি দেশের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন।
#বিনা শুল্কে ভারতীয় ৩২ চাকার গাড়ি চলার পরও আপনি খোশমেজাজে বন্ধুত্ব চালিয়ে যাচ্ছেন।
#প্রতিদিন গড়ে সীমান্তে একটি হত্যার পরও আপনার সার্বভৌম নিয়ে আপনার চিন্তিত না হয়ে হিন্দি সিরিয়াল দেখছেন।
#খালে বিলে জঙ্গলে লাশ পাওয়ার পরও আপনি বেঁচে আছেন এটা নিয়ে শুকরিয়া বোধ করছেন।
#ভারতীয় নাটক চিনেমা দেশে অবাধ ভাবে চললেও আপনার কপালে চিকন ঘাম দেখা যাচ্ছে না।
#উন্নয়নের জোয়ারে দেশের সর্বত্র প্লাবিত হতে থাকবে এবং সবই হবে শুভংকরের ফাঁকি তবুও আপনি এই সবের উপর অবিচল বিশ্বাস রাখছেন।
#বিশ্বব্যাংককে হটিয়ে চড়া সুদে ঠিকাদারি ভারতীয়দেরকে দেওয়ার পরও আপনার মধ্যে কোন ক্রিয়া হচ্ছেনা।
#কোটি কোটি যুবক বেকার থাকার পরও কয়েকগুণ বেশী বেতনে বিদেশী লোক নিয়োগ করা হলেও আপনার রক্তে বরফশীতল ভাব লক্ষ্য করা যায়।
দেশপ্রেম মুক্তিযুদ্ধা কোটা নয়রে পাগলা, বংশগতভাবে পাওয়া যাবে। দেশপ্রেমটা আসে বিবেকবোধের ছোট্ট একটা জায়গা থেকে।
আসুন দেশকে নিজের মত করে ভালোবাসি।
#তিন দিন ধরে সুন্দরবনে আগুন লেগেছে অথচ এটা নিয়ে আপনার একটুও মাথা ব্যাথা হচ্ছেনা।
#সড়ক দূর্ঘটনায় একই সাথে ২০ জন নিহত হচ্ছে অথচ আপনি ইনিয়ে বিনিয়ে কেবল চালককেই দোষারোপ করছেন যদিও চালক নিজেও নিহত হয়।
#জোর জবরদস্তি করে কেউ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারপরও আপনি তৃপ্তির ঢেঁকুর তুলছেন।
#ব্যাপক প্রতিবাদ আর জনবিরোধিতা থাকার পরও আপনি বায়েম্রেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জন্য গোয়ার্তুমি দেখাচ্ছেন।
#বিটিভি দেখে আপনি দেশের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন।
#বিনা শুল্কে ভারতীয় ৩২ চাকার গাড়ি চলার পরও আপনি খোশমেজাজে বন্ধুত্ব চালিয়ে যাচ্ছেন।
#প্রতিদিন গড়ে সীমান্তে একটি হত্যার পরও আপনার সার্বভৌম নিয়ে আপনার চিন্তিত না হয়ে হিন্দি সিরিয়াল দেখছেন।
#খালে বিলে জঙ্গলে লাশ পাওয়ার পরও আপনি বেঁচে আছেন এটা নিয়ে শুকরিয়া বোধ করছেন।
#ভারতীয় নাটক চিনেমা দেশে অবাধ ভাবে চললেও আপনার কপালে চিকন ঘাম দেখা যাচ্ছে না।
#উন্নয়নের জোয়ারে দেশের সর্বত্র প্লাবিত হতে থাকবে এবং সবই হবে শুভংকরের ফাঁকি তবুও আপনি এই সবের উপর অবিচল বিশ্বাস রাখছেন।
#বিশ্বব্যাংককে হটিয়ে চড়া সুদে ঠিকাদারি ভারতীয়দেরকে দেওয়ার পরও আপনার মধ্যে কোন ক্রিয়া হচ্ছেনা।
#কোটি কোটি যুবক বেকার থাকার পরও কয়েকগুণ বেশী বেতনে বিদেশী লোক নিয়োগ করা হলেও আপনার রক্তে বরফশীতল ভাব লক্ষ্য করা যায়।
দেশপ্রেম মুক্তিযুদ্ধা কোটা নয়রে পাগলা, বংশগতভাবে পাওয়া যাবে। দেশপ্রেমটা আসে বিবেকবোধের ছোট্ট একটা জায়গা থেকে।
আসুন দেশকে নিজের মত করে ভালোবাসি।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন