- চড়ুই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৬, ১২:১১:৫৮ দুপুর
সারাটা দিন কিচিরমিচির
চড়ুই পাখীর কাজ
নাওয়া খাওয়া নাইকি তার
নাই শরম লাজ।
খোকা ঘুমালো কিচিরমিচির
চলছে অবিরাম
বাড়ছে আরো যতই বলি
থামনা এবার থাম।
সাত সকালে কিংবা দুপুর
বিকাল সন্ধ্যায়
কেমন করে পারে চড়ুই
বিশ্রাম কি নাই?
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন