ক্ষমতার বাহাদুরি: ========
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৬ এপ্রিল, ২০১৬, ১০:৪৩:০০ সকাল
বিরোধী দলকে দোষী করে, বিচারের নামে প্রহসন,
দাদাদের মন খুশি করে, ক্ষমতায় থাকতে আজীবন।
হোলি খেলায় মেতেছেন তিনি, প্রাণ নিচ্ছেন অগণন,
ক্ষমতার লাঠি হাতে নিয়েছেন, মসনদে থাকবেন আমরণ।
হাটে, ঘাটে, মাঠে সর্বত্র, চালাচ্ছেন ধ্বংস যজ্ঞলীলা
আমরা নির্বোধ জনগণ, বসে বসে দেখছি তার খেলা।
ইহলীলা সাঙ্গ যেদিন হবে, সব জুলুমের অবসান একদিন হবে,
ধরায় তুমি ইতিহাস হবে, ঘৃণা ভরে জাতি তোমার নাম নিবে।
তাই তো তোমায় বলি, যতদিন তুমি থাকবে এই ভবে,
খুন, সন্ত্রাস, রাহাজানি যা করার, তুমি করে নাও তবে।
26-04-2016, 10.41 am
বিষয়: বিবিধ
১৫৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুডে ব্লগের কেউ দেখতে আসলো না,
বুঝা গেলো এটি কারো পছন্দের না।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ সবুজ ভাই।
আমি আপনাকে নিয়ে পোষ্ট দিলে হবে কিছু।
আমি শখের বসে মাঝে মাঝে ব্লগে আসি।
আমাকে আর কত জন চেনে ।
মন্তব্য করতে লগইন করুন