প্রতিবাদ
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:১২:৫৮ দুপুর
গন্ডারের খোলসে স্থান করে নিয়েছে অনুভূতিগুলো
ধার হারিয়েছে খালিদ উমরের তলোয়ারগুলো,
মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ সত্য থেকে
মানবতা গুমরে কাঁদে সংবিধান থেকে,
প্রতিবাদের ভাষাগুলো পিঠ বাঁচাতে তৎপর
রঙীন চশমা এঁটে পথ চলছি দিনভর,
ইথারে ভাসছে মুসলমানের রোনাজারী
তিক্ত লাগে শুনতে মজলুমের আহাজারী,
অপেক্ষা করছে বিপদসংকুল বন্ধুর পথ
কুরআনই বাতলে দেয় মুক্তির পথ।
03-09-2016 1.27 PM
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন