মশাদের যন্ত্রণা ===========

লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৩ এপ্রিল, ২০১৬, ০৪:০৩:১৬ বিকাল

মশাদের যন্ত্রণা, বেড়ে গেল উতপাত,

নির্ঘুম দুই চোখে, জাগি সারা রাত।

ফাইটার, চায়না, ব্ল্যাক কিংবা যম,

কিছুতেই যায়না তো, মশাদের দম।

দরজা জানালা বন্ধ করলে উল্টো,

বেরোতে চায়, নিজেদের দম।

বোস্টার, গুড নাইট, বোস্টার হাই,

ছড়িয়ে অ্যারোসল, যাহাই জ্বালাই,

রাতভর জেগে থেকে, মুখে আসে হাই,

মশাদের তাড়ানোর, কোন উপায় নাই!

21-04-2016, 3.07 PM

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366811
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
সকাল সন্ধ্যা লিখেছেন : আমারে কিন্তু মশা কামড়াইবার পারে না Tongue Tongue -- আমি কেরোসিন তেল সারা শরীরে মেখে গুমাই Hot Hot-- আমনেও টেরাই করতে পারেন উপকার পাবেন ১০০% কথা দিলাম Give Up Give Up
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৩
304351
নকীব কম্পিউটার লিখেছেন : হাছা নি ভাই?
366821
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৬
আফরা লিখেছেন : কত্তদিন মশার গুন গুন গান শুনি না ----- মশার কবিতা ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৮
304352
নকীব কম্পিউটার লিখেছেন : বিদেশের মাটিতে আছেন বুঝি?
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০২
304354
আফরা লিখেছেন : জী ভাইয়া আপনাদের দুয়ায় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File