➥কোন অপরাধে আমার ভাইকে হত্যা করা হল???

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ২১ এপ্রিল, ২০১৬, ০৩:১৪:৪৪ দুপুর

●শিবির কর্মী মহিউদ্দিন সোহান....

.

*উনি কয়টা ধর্ষণ করেছেন?

* কয়টা চাঁদাবাজী করেছেন?

* কয়টা অপহরণ করেছেন?

* কয়টা খুন করেছেন?

* কয়জনকে জানে মেরেফেলার হুমকি দিয়েছেন?

* কতশত লিটার মদ বিক্রি করেছেন?

* কত হাজার ইয়াবা বিক্রি করেছেন?

* কতজনের অশান্তির কারণ হয়ে উঠেছিলেন?

* কতজনের জমি দখল করেছেন?

*কতজনকে বিবস্র করে পিটায়েছেন?

* কোন মহাজনের কাছে দেশ বিক্রি করেছেন?

*কোন দিন কি কোন দুর্নীতি অসদুপাই গ্রহন করেছেন?

* দেশের কি কি ক্ষতি করেছেন?

* দেশের কোন নেতা-নেত্রীকে হত্যা করেছেন?

*কোন ব্যাংক লুট করেছেন?

* কোন রিজাভ লুটেছে?

*কোন শেয়ার মার্কেট কেলেঙ্কারি করেছেন?

* উনি কি এলাকার বড় ত্রাশ

* উনার জন্য কি এলাকার কেউ কেউ রাত জেগে যুবুতী মেয়েকে পাহারা দিতে হতো?

* উনি বালুর মহাল/ফেরি ঘাট/টেন্ডারবাজি/চর দখল/ হাট-বাজার দখল করেছেন?

* উনার নামে কি বড় কোন মামলা ছিল?

* উনি কি এলাকার বড় ধুদর্ষ সন্ত্রাসী ছিলেন?

* উনার নামে পত্রিকায় চাঞ্চল্যকর সংবাদ ছিলেন?

* উনার কাছে কি জীবন বিধ্বংসী অস্র ছিল?

* কেউ কি কোন পত্রিকায় অস্র হাতে উনার ছবি দেখেছেন?

➥তাহলে কোন অপরাধে হত্যা করা হোল?

☞জবাব চাই! জবাব চাই!! জবাব চাই!!! জবাব চাই!

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366654
২১ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১৭
শফিউর রহমান লিখেছেন : আপনার বর্ণিত কোন কিছুই করেনি বলেইতো মরতে হলো। বাঁচতে হলে কিছু করতে হবে। বাঁচতে হলে কনফ্রনটেশনে আসতে হবে। শুধুমাত্র ভালমানুষ সেজে নীরব থাকলে এ জাতির আর কিছুই অবশিষ্ট থাকবে না। এক এক করে সবই শেষ হয়ে যাবে। কখনো আইনের নামে, কখনো শৃংখলা রক্ষাকারী বাহিনীর নামে আবার কখনো বেনামে।
তাই যারা এখনো কিছু করছেন না, তাদের বাঁচার একটাই রাস্তা এখন বেঁচে আছে। আর তা হলো, কিছু করতে হবে। কমপক্ষে বাঁচার জন্য করতে হবে।
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:০২
304196
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : শফিউর রহমান ভাই, আপনার কথা গুলি বেশ ভালই লাগল। এজন্য এক্সট্রা থ্যাংকস। আমি ছবি আপলোড করেছিলাম।কিন্তু তা ভিউ করছেনা। আমি নতুন প্লিজ হেল্প।।।।।।।।।।
366668
২১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : উত্তর, উনি বড়ই আল্লাহ ভক্ত ছিলেন৷
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৪
304197
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : শেখের পোলা ভাইজান।।।।।। আপনাকে ধন্যবাদ। আমি ব্লগে লেখার সাথে সাথে ছবি আপলোড করেছিলাম। কিন্তু তা ভিউ করতেছেনা,। প্লিজ হেল্প.
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৪
304198
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : শেখের পোলা ভাইজান।।।।।। আপনাকে ধন্যবাদ। আমি ব্লগে লেখার সাথে সাথে ছবি আপলোড করেছিলাম। কিন্তু তা ভিউ করতেছেনা,। প্লিজ হেল্প.
২২ এপ্রিল ২০১৬ রাত ১২:০৯
304232
শেখের পোলা লিখেছেন : স্যরি ভাই, ওটা আমিও পারিনা৷মনে হয় ব্লগ টিউটোরিয়ালে নিয়ম বলা আছে৷ দেখে আসেন৷
367511
৩০ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৪০
চেতনাবিলাস লিখেছেন : না ভাই। উনি আপনার উল্লিখিত অপরাধ গুলোর একটিও. করেন নি। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিচারে ওগুলো কোন অপরাধ ও নয়। বরং ওগুলোই মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ | আপনার আমার এই ভাইটির সব চেয়ে বড় অপরাধ উনি " A caravan of trough and justice "এর একজন সৈনিক |
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ | আরও ধন্যবাদ আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।
367624
০১ মে ২০১৬ সকাল ০৫:৪৩
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : জাযাকাল্লাহ ভাই।।।।। ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File