হৃদয়ের দামে বিকিয়ে দেব নিজেকে ==================
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ২৪ এপ্রিল, ২০১৬, ০৭:১৮:০৮ সন্ধ্যা
হাজারো ক্রেতা আমায় পেতে চায়,
আমায় আপন করে নিতে চায়।
বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের ক্রেতা
নিজের জন্য আমাকে কিনতে চায়।
আমাকে নিয়ে সবাই স্বপ্ন দেখে
আমিও স্বপ্ন দেখার চেষ্ঠা করি তবে জেগে জেগে।
আমি শুধু বোবার মতো চেয়ে থাকি,
জওয়াব দিয়ে যাই তাদেরই মতো করে।
ওরা আমাকে কেনার আগেই সাজাতে চায়
বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে নিজের মতো করে
আমিও অভিনয় করে যাই তাদের রঙে সেজে।
কেহই আমাকে কিনে নিতে পারে না
কেননা ওরা যে মূল্য দিতে চায়।
আমি তো মূল্যের বিনিময়ে বিক্রি হতে চাই নে
কারণ, আমি তো চাই হৃদয়ের দামে বিক্রি হতে
তবে কেন বৃথাই পসরা বানাতে চায় ওরা!
24-04-2016, 7.00 PM
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা ফ্রি।
মন্তব্য করতে লগইন করুন