- ময়না

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ এপ্রিল, ২০১৬, ০৯:১২:৩৯ রাত

জানলার গ্রীল ধরে চেয়ে থাকে ময়না

ভাব নিয়ে বসে থাকে কথাও কয়না।

সকাল আটটায় যাই রোজ অপিসে

ফিরি সেই সন্ধ্যায় তাকিয়ে থাকে সে।

দেখেও দেখিনা না দেখার ভান করে

রোদটায় দেখি রোজ জানলার ঠিক পরে।

ময়নার চোখ স্থির নড়েনাতো পাপড়ি

ভাবটাই যেন মোর কি গরম বাপরি।

কৌতুহল ছিল তায় ছুটি নিয়ে দুপুরে

মাথাটা ধরেছে অজুহাত দিই ছুড়ে।

তখনো ময়না তাকিয়ে আছে সে

যেন কার অপেক্ষায় যায় দিন গুনে যে।

কি তার নামটা দিয়েছিতো ময়না

পরিচয় জানতে তর আর সয়না।

খোঁজ নিয়ে জানতেই বাড়ে আরো দ্বন্দ

চোখে সে দেখেনা জন্মের অন্ধ।

রোজ তায় জানলায় খোঁজে তার বিশ্ব

আলোআঁধার তার কাছে সবইতো নিশ্ব।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366843
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ময়না!!! নতুন আমদানি???
২৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৭
304402
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
366856
২৩ এপ্রিল ২০১৬ রাত ১০:০৫
আফরা লিখেছেন : ভাইয়া টাকা পয়সা লাগলে, দিয়ে হেল্প করেন দুর থেকে কাছে যেয়েন না তাহলে কিন্তু আপনার চোখ দিতে হবে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:২০
304413
বাকপ্রবাস লিখেছেন : আছেতো চোখটাই
টাকাপয়না হাতে নাই
366871
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:০৯
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ময়না ^Happy^ ^Happy^ ^Happy^
২৪ এপ্রিল ২০১৬ রাত ১২:২০
304414
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File