লজ্জা

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫:২৫ সকাল

গিয়েছিলাম পতেঙ্গা সী বিচ।

ভীষন বাতাস বইছে।

কয়েকজন তরুণীকে লক্ষ্য করলাম, তাদের জামা পেছন থেকে উপরে উঠে যাচ্ছে। কিন্তু তারা তা কষ্ট করে ঠিক জায়গায় রাখার চেষ্টা করছেন। তাদের ওড়নাগুলো শক্ত করে শরীরের সাথে বেঁধে রেখেছেন।

এবার ভাবুন, আমাদের সমাজে এরূপ তরুণীদেরকে আমরা মনে করি অনেক বেশি নির্লজ্জ, বেহায়া, উচ্ছৃঙ্খল। কিন্তু তারা যতই লাজ-লজ্জাহীন হোন না কেন, তাদের জন্মগত একটা বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। আর তাই পোশাক যখন শরীর ঢাকতে ব্যর্থ হয়, তখন তারা মনের অজান্তেই তা ঠিক করার চেষ্টা করেন।

কিন্তু আমরা এই জায়গাগুলো তুলে ধরে তাদেরকে সচেতন মনে বিষয়গুলো ঢুকাতে ব্যর্থ হই। এটা আমাদের জন্য একটা বড় ব্যর্থতা বৈ কিছুই নয়।

লজ্জা মানুষের একটা জন্মগত বৈশিষ্ট্য। এটা মানুষকে করেছে অন্য সকল প্রাণী থেকে উন্নত, শ্রেষ্ঠ আর সম্মানিত।

একটি পশু কখনো কোন কাজ করতে লজ্জা বোধ করে। যখন তার যা ইচ্ছে করে, তাই সে করে। একটি পশু তার যৌন চাহিদা মেটাতে পর্দার আড়ালে যাওয়ার প্রয়োজন বোধ করে না। কিন্তু মানুষের ক্ষেত্রে তার উল্টোটাই নিয়ম এবং আবশ্যক।

মানুষ যখন এই নিয়মের বাইরে চলে যায় তখন তাকে আমরা আমাদের সমাজে ঘৃণিত বলে চিহ্নিত করি।

রাসূলে আকরাম (স.) বলেন, ‘প্রতিটি ধর্মের একটি বিশেষ স্বভাব আছে। আর ইসলাম ধর্মের বিশেষ স্বভাব হল লজ্জা।’ (মুয়াত্তা মালেক, হাদিস : ৩৩৫৯)

নবী (স.) বলেন, ‘লজ্জা শুধু কল্যাণই বয়ে আনে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১১৭)

বিষয়: বিবিধ

৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File