শহীদি মিছিলে যুক্ত হল আরেকটি গোলাপ

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২০ এপ্রিল, ২০১৬, ০২:৫৪:৪২ দুপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগ্রযাত্রাকে থামিয়ে দিতে আরেকটি আঘাত হানা হল গত রাতে।

আওয়ামী সরকারের ফ্যাসিস্ট পুলিশ খুন করলো ইসলামী ছাত্রশিবিরের কর্মী মুহিউদ্দিন সোহান ভাইকে। গত ১০ এপ্রিল তাকে অপহরণ করার পর গত রাতে তাকে গুলি করে।



ওরা জানেনা,

শহীদের রক্ত বৃথা যায় না।


যে জমীন যত শহীদের রক্তে রঞ্জিত হয়, সে জমীনে তত আল্লাহর রহমত বর্ষিত হয়। সে জমিন তত বেশি বিজয়ের দ্বারপ্রান্তে পৌছে যায়।

একজন জীবিত সোহানের চেয়ে আমাদের কাছে শহীদ সোহান অনেক বেশি প্রেরনার, শক্তির, সাহসের।


আল্লাহ শহীদ সোহান ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন...

আমীন।

বিষয়: বিবিধ

১৬৮২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366445
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : শাহাদাত ইমানের পরম চাওয়া
শাহাদাত মুনিনের পরম পাওয়া
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৬
304244
ইঁচড়ে পাকা লিখেছেন : আল্লাহ আমাদেরকেও শহীদ করে নিন। আমীন।
366450
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : শহীদী এই কাফেলা চিরদিন বেঁচে থাকবে, সত্যের পথে মুক্তির পথে তোমাকে আমাকেই ডাকবে।
এই শহীদের রক্ত বৃথা যাবেনা, এই রক্ত একদিন কথা বলবে ইনশাআল্লাহ
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
304245
ইঁচড়ে পাকা লিখেছেন : ইনশাআল্লাহ্‌। আল্লাহ এ দেশে একদিন ইসলামের বিজয় দান করবেন।
366455
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৭
কুয়েত থেকে লিখেছেন : হে আল্লাহ আমাদের প্রিয় ভাইটিকে শহিদ হিসাবে কবুল করুন সহীদ সহয়ে তিনি সফল হয়ে গেলেন আমাদেরকে রেখে গেলেন রিনিকরে হাঁ ভাই আমরা এই রিন শোধ করবো আল্লাহ যেন আমাদেরকে সে হিম্মত আর তাওফিক দেন। আমিন আপনাকে ধন্যবাদ
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
304246
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন। আপনাকেও ধন্যবাদ।
366463
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১৬
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : হে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নছিব করিও।
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
304247
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন।
366464
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১৬
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : হে আল্লাহ তুমি মহিউদ্দিন সোহান ভাই জান্নাতের সর্বচ্চ স্থানে দাখিল করুন।
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৬:১৭
304248
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন।
366469
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০১
হতভাগা লিখেছেন : ৭১ এর স্বধর্মী ভাইদের বিনা কারণে হত্যা করা জামায়াতের সহযোগী সংগঠন শিবির যে এরকম কত ছেলেকে ব্রেইন ওয়াশ করে তাদের মায়ের বুক খালি করেছে - আল্লাহ মালুম।

আল্লাহ এই বোকা ছেলেটির গুনাহ সমূহ ক্ষমাহ করুন আর শিবিরদেরকে সঠিক পথে ফিরিয়ে আনুন -আমিন।
366509
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ এর মুল্য এখন শুন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File