শহীদি মিছিলে যুক্ত হল আরেকটি গোলাপ
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২০ এপ্রিল, ২০১৬, ০২:৫৪:৪২ দুপুর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগ্রযাত্রাকে থামিয়ে দিতে আরেকটি আঘাত হানা হল গত রাতে।
আওয়ামী সরকারের ফ্যাসিস্ট পুলিশ খুন করলো ইসলামী ছাত্রশিবিরের কর্মী মুহিউদ্দিন সোহান ভাইকে। গত ১০ এপ্রিল তাকে অপহরণ করার পর গত রাতে তাকে গুলি করে।
ওরা জানেনা,
শহীদের রক্ত বৃথা যায় না।
যে জমীন যত শহীদের রক্তে রঞ্জিত হয়, সে জমীনে তত আল্লাহর রহমত বর্ষিত হয়। সে জমিন তত বেশি বিজয়ের দ্বারপ্রান্তে পৌছে যায়।
একজন জীবিত সোহানের চেয়ে আমাদের কাছে শহীদ সোহান অনেক বেশি প্রেরনার, শক্তির, সাহসের।
আল্লাহ শহীদ সোহান ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন...
আমীন।
বিষয়: বিবিধ
১৬৮২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহাদাত মুনিনের পরম পাওয়া
এই শহীদের রক্ত বৃথা যাবেনা, এই রক্ত একদিন কথা বলবে ইনশাআল্লাহ
আল্লাহ এই বোকা ছেলেটির গুনাহ সমূহ ক্ষমাহ করুন আর শিবিরদেরকে সঠিক পথে ফিরিয়ে আনুন -আমিন।
মন্তব্য করতে লগইন করুন