আসলেই কি হয়???

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৭:৪০ সকাল



- “আপা, আপনি তো হিজাব পরেন, আপনার মেয়েতো হিজাব পরে না। ওকে হিজাব পরানো দরকার না???”

- “কি যে বলেন না আপা, আমার মেয়েতো এখনো ছোট, কেবল মাত্র ফাইভে উঠেছে। বড় হলে ঠিক হয়ে যাবে।”

আসলেই কি ঠিক হয়???


হিজাব একটি ইসলামী পোশাক। মুসলিম মহিলাদের জন্য হিজাব পরিধান করা ফরজ। কিন্তু বাংলাদেশে শতকরা কতজন মুসলিম মহিলা হিজাব পরেন তা মুসলমানদের জন্য সত্যিই লজ্জাজনক।

হিজাব পরার প্রয়োজনীয়তা একজন তরুণীরই সবচাইতে বেশি। কিন্তু আজকাল প্রচলিত হয়ে গেছে এর ঠিক উল্টো অবস্থা। মায়েরা নিজেরা হিজাব পরে চলাফেরা করেন, কিন্তু নিজের পাশে মেয়েকে এমনভাবে সাজিয়ে নিয়ে চলেন যেন তিনি তার মেয়ের বিজ্ঞাপন দিচ্ছেন। অনেক ক্ষেত্রে মায়েরা চাইলেও পরাতে পারেন না, কারণ সে তার আশে পাশে যাদের সাথে চলাফেরা করে তারা কেউই হিজাব পরেনা, বরং যতটা উচ্ছৃংখল চলা যায় তারই চেষ্টা করে। সে কেন হিজাব পরতে যাবে। তাহলে এত সাজ-গোজের মানেটা কি?

ছোট থেকেই যাদের সাথে সে মিশে আসছে তাদের মত করেই সে বড় হবে এটাই স্বাভাবিক। এক্ষেত্রে মা বাবা যদি যোগ্য ভুমিকা পালন না করেন, তখন থেকেই মোটিভেশন না চালান তাহলে আর কখনোই পারবেন না। ছোট বেলা থেকেই যদি একটা মেয়েকে হিজাব পরের মানসিকতা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আর এ সমস্যা হয় না।

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292270
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩১
নাছির আলী লিখেছেন : আসলেই আপনি ইচড়ে পাকা। সুন্দর কথা লেখছেন খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
237308
ইঁচড়ে পাকা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
আপনাকেও অসংখ্য ধন্যবাদ Happy
292723
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
আফরা লিখেছেন : আমাদের দেশে বৃদ্ধা মা পর্দা করে অথচ সাথেই তরুনী মেয়ে বেপর্দা ভাবে চলা ফেরা করে এরকম অনেক দেখেছি ।তারা ও এটা বলে বয়স হলে ঠিক হয়ে যাবে ।হয়ত ঠিক ও হয় যখন আর প্রয়োজন থাকে না ।

অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য ।
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
237309
ইঁচড়ে পাকা লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ Happy
293054
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৯
প্রবাসী আশরাফ লিখেছেন : হুম...একমত, এই অভ্যাসটা ছোট থেকেই হওয়া উচিত তাহলে বড় হয়ে হিজাব করতে সংকোচ বোধ করবেনা।
১২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
237310
ইঁচড়ে পাকা লিখেছেন : ঠিক বলেছেন, ভাই Happy ধন্যবাদ আপনাকে Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File