মরে গেলে বোন, বেঁচে থাকলে মাল.... আর কতকাল....

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২০ এপ্রিল, ২০১৬, ০৮:২৬:৩২ সকাল

তনুর মৃত্যুর খবর পেলাম এক বন্ধুর কাছে।

- দোস্ত, জানিস, তনু নামে একটা মেয়ে ধর্ষনের স্বীকার হয়ে মারা গেছে?

- তাই নাকি???

- হ্যাঁ, আর বলিস না। আর্মি ক্যাম্পের মধ্যেই ঘটেছে ঘটনাটা। আমরা তনু হত্যাকারীদের ফাসির দাবিতে শাহবাগে কাল মিছিল করবো। ফেসবুকে ইভেন্ট খুলেছি। “Going” দিস।



- তোর এ নিয়ে এত মাথা ব্যাথা কেন???

- মাথা ব্যাথা কেন মানে??? তনু আমার বোন। আমার ফেসবুকের স্ট্যাটাসটা পড়ে নিস। ১,০০০+ লাইক পেয়েছি।

- কিন্তু তুই তো তোর সামনে দিয়ে যাতায়াত করা প্রতিটা মেয়েকে চোখ দিয়ে ধর্ষন করিস। মেয়েদের শরীরের অঙ্গ না দেখলে তোর রাতে ঘুম আসে না। মেয়েদেরকে মাল না বললে তোর ফিলিংস আসে না। আর তুই এখন আসছিস তনু হত্যার বিচার চাইতে। “মরে গেলে বোন, বেঁচে থাকলে মাল” বাহ, চমৎকার!!!

- বাজে কথা বলিস না। তুই কি বলতে চাস, তনুকে হত্যা করা সঠিক কাজ হয়েছে???

- অবশ্যই না। আমি তনু হত্যাকে কোন ভাবেই Justify করবো না। যারা এ কাজ করেছে তারা অবশ্যই দোষী। কিন্তু এ ক্ষেত্রে শুধু তাদের বিচার করলেই আরেকজন ধর্ষিত হবে না – এর কি গ্যারান্টি??? এর জন্য প্রয়োজন সিস্টেমের পরিবর্তন। প্রয়োজন নৈতিক শিক্ষার। যেগুলো আস্তে আস্তে তোরা পরিবর্তন করে ফেলছিস। আর তোর মত এমন দ্বিমূখী চরিত্রবানেরা যেখানে থাকবে সেখান থেকে আমরা এর থেকে বেশি আর কিইবা আশা করতে পারি???

বন্ধুর প্রস্থান...

বিষয়: বিবিধ

১৮২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366405
২০ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৭
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File