- হাস্নাহেনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০১:৩৩ দুপুর



পথ সুন্দর ঘাট সুন্দর

আরো সুন্দর গ্রাম

সেই গ্রামে থাকে কন্যা

কেমনে ভুলিতাম।

মরি হায় হায় রে।।

হাসি সুন্দর কাশি সুন্দর

আরো সুন্দর নাম

ফুলের নামে নামযে কন্যার

কেমনে ভুলিতাম।

মরি হায় হায় রে।।


রাত সুন্দর চাঁদ সুন্দর

সুন্দর ফুলের ঘ্রাণ

ফুলের ঘ্রাণে মাতাল ভ্রমর

হাস্নাহেনা নাম।

মরি হায় হায় রে।।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365947
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাস্নাহেনার প্রেমে মজিলেন কবি,
আহা মরি মরি!
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৭
303601
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
365970
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪০
হতভাগা লিখেছেন : গান নিয়ে খেলা শুরু করেছেন কবে ?
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৭
303629
বাকপ্রবাস লিখেছেন : একটা কমেন্ট দিতে গিয়ে লিখা সকালে
365984
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৯
আফরা লিখেছেন : হাস্নাহেনা ইনি আবার কে ?
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৭
303653
বাকপ্রবাস লিখেছেন : চিনিনাতো, কোন গ্রাম তাও জানিনা
366051
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:২৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : হাস্নাহেনার নাছ না দেখ
মজিলেন কবি
তাইনা দেখে প্রতিবেশী
ঘর ছাড়িলেন সবি।
১৮ এপ্রিল ২০১৬ সকাল ০৯:০১
303706
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File