আরবসাগর তীরে ভ্রমন

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৭ এপ্রিল, ২০১৬, ১২:১০:১৩ দুপুর



এই দীর্ঘ প্রবাস জীবনে কাতারে কিছু জায়গা ঘুরে দেখার সুযোগ হয়েছে ।ভ্রমণ আমার খুব ভালো লাগে তাই সবার মাঝে তা জানাতে চাই।তবে সবার উপরে ভালোবাসি প্রিয় জন্মভূমি বাংলাদেশ।



আরবসাগর তীরে ভ্রমন। কাতার আল খোর বিচ সীমাহীন ভাবনার কলিগুলো দোলা দিচ্ছিল মনের দক্ষিণা হাওয়ায়। আজ সকাল থেকে কেন যেন মনের মণিকোঠায় বিরহ যন্ত্রণা আর হতাসা অনুভব করছি। রাতেও ঠিকমতো ঘুম আসছিলনা। ঘড়ির কাটা দেখে দেখে সময়মত ডিউটিতে চলে আসি। তাও ভালো লাগছে না আজ। কিছুক্ষণ পরে কলিগ আইয়ুব বড় কাপে এক কাপ চা নিয়ে হাজির। চায়ের কাপ হাতে নিয়ে চুমু দিতেছি এমন সময় বাহিরে তাকিয়ে দেখি বিশাল আকাশটি ও আজ মেঘাচ্ছন্ন। বৈশাখী হাওয়া ও বইছে। মরুর দেশে এমন পরিবেশ খুব একটা মিলেনা। ভাবলাম এই সুন্দর বসন্তরঙে একটা ভ্রমণ করে আসি।

যেই কথা সেই কাজ, ড্রাইভার সাইদুল ভাইকে বললাম চলেন ঘুরে আসি এক কথায় রাজি! এদিকে খাইরুল আর তৌফীক ও সামনে আগ বাড়িয়ে এলো। তারা দু'জন ও যাবে। তাদেরকে ও সাথে নিয়ে পিচ ঢালা পথ মাড়িয়ে গাড়ি চলছে আরবসাগরের তীরে। গল্পগুজব হাসাহাসি করতে করতে পৌঁছে গেলাম সৌন্দর্যের লীলাভূমি সাগর তীরে উচ্ছ্বসিত হয়ে।



সমুদ্র তীরে পৌঁছে মনমাতানো উচ্ছ্বাসিত আমোদী ছোঁয়ার সুর বইতে লাগলো। গাড়ী থেকে নামতে ই এমন ঝড়-তুফান, যেন খড়কুটোর নেয় আমাদের ও উড়িয়ে নিয়ে যাবে। ভ্রমনে আসার সময় বসন্তঋতু মনে করেই চলে আসা! যাহোক নিজেকে সামলে সামনে এগিয়ে চলছে আমাদের উচ্ছ্বাসিত ভ্রমন পিপাসিত চারজনের টিম। খানিকটা সামনে এগুতে স্টিলের একটা ব্রিজ। ব্রিজের দুইপাশ ঘিরে দাঁড়িয়ে আছে অসংখ্য স্প্রিট বোর্ড। স্প্রিট বোর্ড গুলি সাধারণত কাতারিরা সমুদ্রপথ ভ্রমণ করে থাকে। আবার অনেক কাতারি বোর্ড গুলি গাড়ির পিছনে বেধে নিয়ে যায় তাদের বাড়ির সামনে রেখে দেয়। কথায় আছেনা! টাকার নৌকা পাহাড় দিয়ে চলে। আর কিছু সংখ্যক বোর্ড ব্যবহার হয় ফিসারি সমুদ্রে যাওয়ার সময় নিয়ে যায়।যেন কোণ বিপদআপদ আসলে জীবন রক্ষা করতে পারে।



ব্রিজ পেরিয়ে সামনে এগুতে-ই নজরে পড়লো মনকাড়া এক শিপ। এতো চমৎকার শিপ! এরোপ্লেনের মতো। ভাবলাম উপরে উঠা যায় কিনা? বিধিবাম সাধল শিপটি কাছে নেই খানিক দূরে। তবুও নাছোড় বান্দা উঠবই। সাইদুল ভাইয়ে সহযোগীতায় কাঁপতে কাঁপতে মোটা রশি বেয়ে উঠেই গেলাম। আলহামদুলিল্লাহ্‌ এইবার অন্তরের গভীর অনুসন্ধানী চোখ উৎসুক দৃষ্টি মেলে তাকিয়ে থাকি বিশাল এই সমুদ্রকূলে তন্ময় হয়ে। ঢেউয়ের পর ঢেউ উত্তাল ঢেউ। এই যেন উজান ভাটার জীবন, বিশাল বিশাল ঢেউগুলো ছন্দ তুলে আবার মিলে যাচ্ছে সাগর বক্ষে।



কেউবা টার্মিনালে বসে বড়শি দিয়ে রোমাঞ্চিত হয়ে মাছ ধরছে। কেউবা মনের আনন্দে ঘুরাঘুরি করে ছবি তুলছে। তারই মাঝে আপনজনের কাছ থেকে দূরে থাকা হৃদয়ের ব্যথা, প্রবাসের একাকীত্ব সাগরের ঢেউয়ের সাথে জীবনের ক্লান্তি ভূলে থাকার প্রয়াস খুঁজে পাই।আর অন্তর চোখে খুঁজে পাই তৃষিত আত্মার সুনিপুণ কারিগরের অসীম সীমাহীন ভাবনার দরিয়ায় পরিতুষ্টি।



বিষয়: বিবিধ

২২৯৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365946
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মাশাল্লাহ। দারুণ উপভোগ করলাম আপনার উপাদেয় ভ্রমণ কাহিনী। Rose Rose Rose
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:১৬
303696
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান, পড়ার জন্য অনেক অনেক মোবারকবাদ।
আজকেও ঘুরে আসলাম।
প্রবাসে ব্যস্ততা আর ব্যস্ততা। এই ব্যস্ততাযুক্ত সময়ে একটু খানি সুযোগ পেলে কে না চায় দূরে কোথায় হারিয়ে যেতে। তাই বলে এই নয় যে পথ হারিয়ে ফেলা। বাস্তবিক অর্থে কর্মব্যস্ত প্রবাস জীবনে অবসর বলতে কোন কথা নেই। কর্মব্যস্ত
প্রবাসীরাও চায় ক্লান্তি শ্রান্তি দূর করে নিজের মতো করে কাটাতে ও বেড়াতে। অনেক চিন্তাভাবনা করে জরুরী একটা কাজের সুযোগ খুঁজে বের করলাম। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছুসময় সোনায় সোহাগার মতো করে কাতারের দোহা কর্নেসে প্রকৃতির দুর্দান্ত হাওয়া চোখে মুখে লাগিয়ে প্রশান্তির ঢেকুর তুলে হৃদয় রাঙিয়ে চলে আসলাম।
365968
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন :


ছবিটা বুঝতে পারছি না । Human Bulb এর মত মনে হচ্ছে । ম্যাক্সিমাম ছবিই স্পীড বোট এর এবং তীরের কাছে । এই একটা ছবিতে মনে হয়েছে ক্রুজ শিপে করে সাগরের দিকে গিয়েছেন ।
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:১৭
303697
আবু তাহের মিয়াজী লিখেছেন : বুঝেন নাই ভালো হইছেTongue Love Struck
365979
১৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩১
আফরা লিখেছেন : জী ভাইয়া মাঝে মাঝে বেড়ানো মন ও শরীরের জন্য ভাল ।

অনেক ভাল লাগল আপনাদের ভ্রমন কাহিনী ধন্যবাদ ভাইয়া ।
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:১৮
303698
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রবাসে ব্যস্ততা আর ব্যস্ততা। এই ব্যস্ততাযুক্ত সময়ে একটু খানি সুযোগ পেলে কে না চায় দূরে কোথায় হারিয়ে যেতে। তাই বলে এই নয় যে পথ হারিয়ে ফেলা। বাস্তবিক অর্থে কর্মব্যস্ত প্রবাস জীবনে অবসর বলতে কোন কথা নেই। কর্মব্যস্ত
প্রবাসীরাও চায় ক্লান্তি শ্রান্তি দূর করে নিজের মতো করে কাটাতে ও বেড়াতে। অনেক চিন্তাভাবনা করে জরুরী একটা কাজের সুযোগ খুঁজে বের করলাম। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছুসময় সোনায় সোহাগার মতো করে কাতারের দোহা কর্নেসে প্রকৃতির দুর্দান্ত হাওয়া চোখে মুখে লাগিয়ে প্রশান্তির ঢেকুর তুলে হৃদয় রাঙিয়ে চলে আসলাম।

আজকের ঘুরাঘুরি। আপুজি পড়ার জন্য শুভকামনা।
366016
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : না বেড়ানো হল কৈ৷ এতেকি তৃষ্ণা মেটে? বেশী বেশী বেড়ান আর শেয়ার করে আমাদেরও সাহায্য করুন৷ ধন্যবাদ৷
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:১৪
303695
আবু তাহের মিয়াজী লিখেছেন : আজকেও,প্রবাসে ব্যস্ততা আর ব্যস্ততা। এই ব্যস্ততাযুক্ত সময়ে একটু খানি সুযোগ পেলে কে না চায় দূরে কোথায় হারিয়ে যেতে। তাই বলে এই নয় যে পথ হারিয়ে ফেলা। বাস্তবিক অর্থে কর্মব্যস্ত প্রবাস জীবনে অবসর বলতে কোন কথা নেই। কর্মব্যস্ত
প্রবাসীরাও চায় ক্লান্তি শ্রান্তি দূর করে নিজের মতো করে কাটাতে ও বেড়াতে। অনেক চিন্তাভাবনা করে জরুরী একটা কাজের সুযোগ খুঁজে বের করলাম। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছুসময় সোনায় সোহাগার মতো করে কাতারের দোহা কর্নেসে প্রকৃতির দুর্দান্ত হাওয়া চোখে মুখে লাগিয়ে প্রশান্তির ঢেকুর তুলে হৃদয় রাঙিয়ে চলে আসলাম।
366035
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়টা মাছ ধরতেন ভাল হতো!
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৪:২২
303699
আবু তাহের মিয়াজী লিখেছেন : একদিন বড়শি নিয়ে অনেক চেষ্টা করে ছোট দুইটা পুটীর মত পেয়েছি। পড়ে জেলেদের ছিঁড়া জাল দিয়ে মোটামুটি কিছু পেছি।
সেইদিন বলেছি, আসবো ঘুরবো দেখবো এই ভেজালে আমি নেই..
366170
১৮ এপ্রিল ২০১৬ রাত ১১:২৪
আবু জান্নাত লিখেছেন : আবুধাবীতে সাঁত সকালে বিচে অনেক মাছ ধরা পড়ে। রুমমেটদের অনেকে যায়, কিন্তু আমার সময় হয়ে উঠেনা। ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৬ রাত ০২:৩৬
303785
আবু তাহের মিয়াজী লিখেছেন : মাছ ধরতে আমার খুব ভালো লাগে। কিন্তু ছুটি বা সময়ের অভাবে হয়ে উঠেনা। আপনাকে ও অশেষ ধন্যবাদ। জান্নাতের বাবা ভাই।
366181
১৯ এপ্রিল ২০১৬ রাত ০১:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দর লেখা ইস! আমি যদি একটু ঘুরতে পারতাম!
১৯ এপ্রিল ২০১৬ রাত ০২:৪১
303787
আবু তাহের মিয়াজী লিখেছেন : কি বলবো, আমার লেখা যদি সুন্দর বলেন! লেখকদের লেখা কে কি বলবেন।
আমি কিন্তু লেখক না। আমি অতি নগণ্য একজন পাঠক।
এর পরেও আপনার ভালো লাগায় আমি ধন্য এবং সামনে কিছু লিখার সাহস পেলাম। আশাকরি দোয়াতে এই অধম কে শামিল রাখবেন। জাযাকাল্লাহু খায়রান।
366578
২১ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আমারো যে বেড়ানোর মন চায়।কিন্তু.......।
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
304156
আবু তাহের মিয়াজী লিখেছেন : চলে আসবেন কিন্তু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File