- ইলিশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৬, ০৩:৫০:২৩ দুপুর

ইলিশ খোঁজে মিঠা পানি

নোনা জলে বাস

সেই পানিতে ডিম দিলে

হবে সর্বনাশ।

পাহাড় কাঁদলে ঝর্ণা হয়

সেই ঝর্ণায় নদী

নদী বলে যাচ্ছি চলে

সাগর মিলে যদি।


সাগর নদীর সঙ্গমে

নোনা মিঠায় মিল

সেই পানিতে ইলিশ মাছে

পোড়ায় মনের দিল।

দু'কদম সামনে গেলে

মিঠা পানির বাস

ডিমটা যেই ছাড়তে গেলো

লাগল গলায় ফাঁস।


জালে জালে পড়ল ধরা

সেই ইলিশের ঝাঁক

বৈশাখ মাসে হাজার টাকায়

মহাজনের হাঁক।

ছয় হাজারে জোড়ায় জোড়ায়

কিনল জনে জন

পানতা ভাতে ইলিশ মেখে

বর্ষ উদযাপন।


মঙ্গল যাত্রায় আলতা পায়ে

লাট সাহেবের ঝি

সেই ইলিশের ঢেকুর তুলে

হইল উদাসী।

ইলিশ ভাবে রাজ কপাল

সেতো আমার বটে

কতো কান্ড আমায় নিয়ে

এই বাংলায় ঘটে।

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365650
১৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইলিশ ছাড়া বছর জুড়ে
চলে সবার চলে
ঘাটা করে একটি দিন
পান্তাভাতে ঢুলে।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৭
303356
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
365673
১৩ এপ্রিল ২০১৬ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইলিশ এর নিষিদ্ধ মেীসুমে ইলিশ ধরা!!!
১৩ এপ্রিল ২০১৬ রাত ১১:৫৭
303387
বাকপ্রবাস লিখেছেন : খাইতে মজা লাগে তাই
সব মৌসমে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File