- ইলিশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ এপ্রিল, ২০১৬, ০৩:৫০:২৩ দুপুর
ইলিশ খোঁজে মিঠা পানি
নোনা জলে বাস
সেই পানিতে ডিম দিলে
হবে সর্বনাশ।
পাহাড় কাঁদলে ঝর্ণা হয়
সেই ঝর্ণায় নদী
নদী বলে যাচ্ছি চলে
সাগর মিলে যদি।
সাগর নদীর সঙ্গমে
নোনা মিঠায় মিল
সেই পানিতে ইলিশ মাছে
পোড়ায় মনের দিল।
দু'কদম সামনে গেলে
মিঠা পানির বাস
ডিমটা যেই ছাড়তে গেলো
লাগল গলায় ফাঁস।
জালে জালে পড়ল ধরা
সেই ইলিশের ঝাঁক
বৈশাখ মাসে হাজার টাকায়
মহাজনের হাঁক।
ছয় হাজারে জোড়ায় জোড়ায়
কিনল জনে জন
পানতা ভাতে ইলিশ মেখে
বর্ষ উদযাপন।
মঙ্গল যাত্রায় আলতা পায়ে
লাট সাহেবের ঝি
সেই ইলিশের ঢেকুর তুলে
হইল উদাসী।
ইলিশ ভাবে রাজ কপাল
সেতো আমার বটে
কতো কান্ড আমায় নিয়ে
এই বাংলায় ঘটে।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলে সবার চলে
ঘাটা করে একটি দিন
পান্তাভাতে ঢুলে।
সব মৌসমে চাই
মন্তব্য করতে লগইন করুন