অবশেষে বায়োমেট্রিক এর বিজয়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ এপ্রিল, ২০১৬, ০৩:৩৭:৪৫ দুপুর
অবৈধ পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেন বর্তমান সরকার । গত ৯ মার্চ সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন একজন আইনজীবী। রিটের ওপর ৩ ও ১০ এপ্রিল শুনানি নিয়ে আদালত ১২ এপ্রিল রায়ের জন্য দিন রেখেছেন । গতকাল বিষয়টি আদালতে ওঠে। আদালত নির্দেশনাসহ রুল নিষ্পত্তি করে যে রায় দিল, তাতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কার্যক্রম বৈধতা পেয়েছে। আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বেঁধে দেয়া নিয়ম ‘যথাযথভাবে’ অনুসরণ করার নির্দেশনা ও গ্রাহকদের তথ্যের সুরক্ষায় জোর দিয়ে আদালত এ রায় দেন। নির্বাচন কমিশন আঙুলের ছাপ সংরক্ষণ করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করছে । একই সঙ্গে আঙুলের ছাপের অপব্যবহার করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার নির্দেশ দেন।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন