- বউচিত্তে বৈশাখ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ এপ্রিল, ২০১৬, ১২:২৮:২৫ দুপুর

বৈশাখে পুঁইশাকে এলার্জি গিন্নীর

ফেকাসে মুখটায় করে গেল বিড়বিড়।

ঐ দেখ বর্ষায় চোখ জোড়া ঘামছে

পাহাড়িয়া ঝর্ণা তরতরে নামছে।

ধার করে নিয়ে এলাম ইলিশের জোড়াটা

থলেটা ঝেরে দিয়ে টেনি নিলাম মোড়াটা।

নিমিষেই হাওয়া থমথমে পরিবেশ

চাপা ঠোটের হাসিটা লাগছিল আহ্ বেশ।


রাতে ভাত রেখে দিল পানি দিয়ে পানতা

রমনার বটমূলে সকলে খান তা।

গিন্নীও আজ ঘরে বৈশাখের শাড়ীতে

সেজেগুজে দিন পার ধার করা হাসিতে।

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365455
১২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৯
রাইয়ান লিখেছেন : দারুন লাগলো ..... সত্যি অসাধারণ !
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২০
303261
বাকপ্রবাস লিখেছেন : ভালোতো লাগবে, ইলিশ আসলো জোড়ায় জোড়ায়
365456
১২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৪
দ্য স্লেভ লিখেছেন : বৈশাখে ঝাউশাখে ওই এলো ঝড়..শুকনো কেয়ার পাতা কাপে থরথর.....আকাশে মেঘের দল...হাকে ওই অবিরল....

হঠাৎ এই কবিতা মনে পড়ল Happy Happy

লিখেছেন বেশ দারুন রসিয়ে...
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২১
303262
বাকপ্রবাস লিখেছেন : চিপখন তিনদাঁড় তিনজন মাল্লা এমনটাইপ ছন্দগুলো ঘুরপাক খায় মনে, সেই সুরগুলো কাজে লাগায়
365458
১২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৪
বিবর্ন সন্ধা লিখেছেন : হি হি

লিখাটা অনেক সুন্দর

ইসসস
এমন যদি করতে পারতাম Tongue
তাহলে ইচ্ছে মত বিচার হতো At Wits' End Rolling on the Floor
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২১
303263
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা করে দেখুন, পুটি মাছ নিয়ে আসবে কর্তা
365460
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৭
আফরা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the FloorRose Rose Rose Good Luck Good Luck Good Luck
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২২
303264
বাকপ্রবাস লিখেছেন : গলা কাটা বিধবেন বেশী হাসলে
365466
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৫
হতভাগা লিখেছেন : গিন্নীর বৈশাখের শাড়িটাও কি ধার করে কিনেছেন ?
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২২
303265
বাকপ্রবাস লিখেছেন : সবার চোখ ইলিশে আপনার চোখ শাড়িতে, ব্যাপার কি?
১৩ এপ্রিল ২০১৬ সকাল ০৮:১২
303285
হতভাগা লিখেছেন : পহেলা বৈশাখে উনাদের লাল-সাদা শাড়ীই যে চোখে পড়ে বেশী ।

আর , ভূনা মুরগীর গোস্ত খান , ইলিশের উপর চাপ কমান ।
365471
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গিন্নীর চোখে জল
করছে টলমল
শপিংয়ে যাবে সে।

করেছে বায়না
কেমনে করি না?
পকেটটা শূণ্য যে।

ধারদেনা অবশেষে
গিন্নী এবার হাসে
ভালো আমার স্বামী হে।
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২৪
303266
বাকপ্রবাস লিখেছেন : খুশী যদি রাখতে চান
ধার দেনা ভুুলে যান
যা চায় কিনে দিন
প্রয়োজনে নেন ঋণ
365483
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৫
বিবেক নাই লিখেছেন : ‘ইসলাম কাউকে ঘৃণা করতে শেখায় না, সবাইকে ভালোবাসতে শেখায়, বিধর্মীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালুন করুক। তাতে ইসলাম বাধা দেয়না কিন্তু কোন মুসলমান যদি তাদের সে অনুষ্ঠানে যায়, শুভেচ্ছা যানায় তাহলে সে মারাত্বক অপরাদ করলো।
ইমাম ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) এর বক্তব্য শুনুন,
“কাফেরদের তাদের উৎসবে সম্ভাষণ জানানো আলিমদের ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ। এটা কাউকে মদ খাওয়া বা খুন করা বা ব্যভিচার করায় সাধুবাদ জানানোর মতো। যাদের নিজের দ্বীনের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তারাই কেবল এ ধরনের ভুল করতে পারে। যে অন্যকে আল্লাহ্‌র অবাধ্যতা, বিদ’আত, অথবা কুফরীতে জড়ানোর কারণে শুভেচ্ছা জানাবে সে আল্লাহ্‌র ক্রোধ ও শাস্তির সামনে নিজেকে উন্মুক্ত করল”।হিন্দুয়ানী সংস্কৃতি থেকে নিজেকে বিরত রাখুন।
১৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২৫
303267
বাকপ্রবাস লিখেছেন : ? এতো তত্ত কথায় কি ইলিশ খাওয়া বন্ধ হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File