"টাকার পাগল"
লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ১২ এপ্রিল, ২০১৬, ১১:১০:৩৫ সকাল
তুমি যদি একটা মানুষের জন্য জীবন দিেয় দেও। সে খুশি হবে না আর যদি তাকে কিছু টাকা দেও সে খুশি হবে। পৃথিবীটা হল টাকার খেলা। এখন কার পশুর মত মানুষ কারো জীবন কে মূল্য দিবে না। শুধু পশুর মত কিছু লোক আছে তাদের কে বলো তোকে 10,000 টাকা দিবো একটা লোক কে মেরে পেল। সে কিন্তু রাজি হয়ে যাবেই। আমি জানি না এসব বলদ কোন যে দিন ভালো হবে।
.
"তুমি জীবনে কাউকে ক্ষতি করবে না যদি ক্ষতি করতে যাও দেখবে একদিন তুমি ও ক্ষতির মুখে পড়বে"
.
"তোমার জীবন যেমন একটা অন্যের জীবন ও একটা দশটা না"
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জিবনের মুল্য তো সে তখন ই বুঝে,
যখন তার জীবন মৃত্যুর সামনে এসে দাঁড়ায়
কিন্তু যে কোন সময় আমার জীবন টাও যে STOP হতে পারে সে খেয়াল রাখি না ।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন