ভুল বইয়ের কারনে কোটি কোটি শিক্ষার্থী ভুল পড়বে।
লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ২৭ জানুয়ারি, ২০১৭, ০৯:৩৬:২০ রাত
১ম শ্রেণীর বইয়ে ‘ও তে ওড়না’ তোলপাড় ফেলে দেয়। ৩য় শ্রেণীর কুসুমকুমারী দাসের (আদর্শ ছেলে) কবিতার বিকৃতিসহ নানা অসঙ্গতি চিহ্নিত করে পোস্ট করা হয়। আলোচনায় এসেছে পাঠ্যবইয়ের আরো বেশ কিছু ভুল।
.
এই ভুল কেন হয়?
আমার মতে এখানে সরকারের দোষ নাই সব দোষ তাদের যারা পরীক্ষার আগেই 2-3 লাখ টাকা ঘুষ দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাশ হয়।
আর তারা সে নকল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয় চাকরি পাই কিন্তু যোগ্যতা বলতে কিছু ও নাই।
.
সরকারি চাকরি গুলোর ব্যপারে কিছু হলে ও জানেন নামে সরকারি কাজে কিছু ও না।
সরকারি চাকরি করে যারা তারাই এসব বই কম্পিউটারে টাইপ করেছে সব দোষ তাদের মদ খাইয়া কী না কী টাইপ করেছে নিজে ও জানে না। অনেক ছেলে-মেয়ের হাতে এসব ভুল বই যাবে তা শেষ নেই।
.
যারা বই গুলো লিখেছে তাদের কে প্রথম শ্রেণীতে আবার ভর্তি করা হোক, যারা প্রথম শ্রেণীর বই ভুল লিখে তাদের কোন যোগ্যতা নাই।
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও তে ওড়না না বলে ও তে ওবামা / ওসামা বলা শিখালে তো সেটা আরও ইমপেক্ট রাখতে পারতো।
সুন্দর কথা বলেছেন
সরকারি চাকরি কেমন তা কী জানেন না?
মন্তব্য করতে লগইন করুন