বন্ধু মানে শত্রু

লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:১১:০৭ রাত

বন্ধু ছাড়া Life impossible এই কথাটা মিথ্যা।

বর্তমানে বন্ধু বন্ধুকে বাঁশ দিতেছে টাকার লোভে বন্ধুকে ব্লাকমেইল করে টাকা আদায় করে।

.

বিশ্বে 100% থেকে 5% বন্ধু বান্ধবীর সম্পর্ক ভালো হতে পারে আর সব ধোকা বাজ কীভাবে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নিতে হয় নোংরা বুদ্ধি নিয়ে থাকে।

.

-বন্ধু প্লিজ আমার 500 টাকা লাগবে আমাকে হাওলাত দেয় দুই দিন পর দিয়ে দিবো?

-ঠিক আছে বন্ধু দিতেছি এই টাকা আমার পরীক্ষার পিসের টাকা দুইদিন পরে দিয়ে দিবি। (সরল মনে টাকা দিয়ে দিলো, বন্ধুর বিপদের সময় কাছে থাকতে হয়)

কিন্তু তার ক্লোজ বন্ধুর আর খবর নেই যোগাযোগ নেই।

ছেলেটা আর পরীক্ষা দিতে পারলো না টাকার জন্য, এটা কী বন্ধুত্ব ভালোবাসা?

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381788
১১ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:১৬
হতভাগা লিখেছেন : বন্ধুত্বের মধ্যে টাকা পয়সার ধার দেনা আসলে সেটা আর বন্ধুত্ব থাকে না । হয়ে যায় প্রতারণা আর লুকোচুরির খেলা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File