- বাঁশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৬, ০৬:১০:১৩ সন্ধ্যা
সব ইস্যু ছাড়িয়ে বাঁশটাই চলছে
সব কথা মাড়িয়ে বাঁশটাই বলছে।
ফেসইবুক ব্লগে চায়ের আড্ডায়
মুখেমুখে ঘুরেফেরে একই সেই বাঁশটায়।
কেউ বাঁশ দেয় আর কেউ যেচে খাচ্ছে
বাঁশটাই দিচ্ছে যে যেভাবে পারছে
কতো ইস্যু এলোগেলো রয়ে গেল একটাই
সব্বার মুখেমুখে একই সেই বাঁশটাই।
বাঁশদাও বাঁশদাও বিব্রত সরকার
নিরবে চেয়ে আছে করে মুখ কদাকার
বসে বসে গদিতে পার্লসটা মাপছে
বাঁশ দিয়ে অবশেষে রিজার্ভটাই ঢাকছে।
বিষয়: বিবিধ
৮০১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন