- বাঁশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ এপ্রিল, ২০১৬, ০৬:১০:১৩ সন্ধ্যা

সব ইস্যু ছাড়িয়ে বাঁশটাই চলছে

সব কথা মাড়িয়ে বাঁশটাই বলছে।

ফেসইবুক ব্লগে চায়ের আড্ডায়

মুখেমুখে ঘুরেফেরে একই সেই বাঁশটায়।

কেউ বাঁশ দেয় আর কেউ যেচে খাচ্ছে

বাঁশটাই দিচ্ছে যে যেভাবে পারছে

কতো ইস্যু এলোগেলো রয়ে গেল একটাই

সব্বার মুখেমুখে একই সেই বাঁশটাই।


বাঁশদাও বাঁশদাও বিব্রত সরকার

নিরবে চেয়ে আছে করে মুখ কদাকার

বসে বসে গদিতে পার্লসটা মাপছে

বাঁশ দিয়ে অবশেষে রিজার্ভটাই ঢাকছে।

বিষয়: বিবিধ

৭৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365238
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০১
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : হায়রে বাশ কবে কখন যে সঠিক যায়গায় ব্যাবহার হবে সে অপেক্ষায়........।
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৬
303014
বাকপ্রবাস লিখেছেন : জায়গা নির্বাচন করাই আছে, ব্যবহারটাই বাকি
365246
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : বাঁশ একটি নিত্য প্রয়োজনীয় অত্যন্ত উপকারী জিনিষ৷ তাকে যযথা তথা ব্যবহার করা চলবে না৷ এক মাত্র সরকারকে ছাড়া তা অন্য কাউকে দেওয়া বা বেচা নিষিদ্ধ করা হোক৷ তবে পদ্মা সেতুতে সরবরাহ হতে পারে৷
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৬
303013
বাকপ্রবাস লিখেছেন : সব বাঁশ সরকারের জন্য বরাদ্দ হোক
365249
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাঁশ মশকারিও না!!
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৫
303012
বাকপ্রবাস লিখেছেন : ও ভাই, আপনি এখন কেমন আছেন?
১০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৪
303016
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাসায় আসলাম কালকে। কিন্তু একমাস ফুল রেস্ট। হাটাও বন্ধ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File