টুুডে ব্লগের অন্যতম ব্লগার সবুজ ভাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৬, ০১:৪১:২৩ দুপুর
ব্লগার, কলামিষ্ট, জনাব রিদওয়ান কবির (সবুজ) ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। অসুখ বেড়ে যাওয়াই তাঁকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের ICU তে ভর্তি করানো হয়। কিছুটা ভাল লাগায় অবজার্ভেশনে রাখা হয়েছে। হয়তো শীঘ্রই কেবিনে দিতে পারে। সবার কাছে দোয়ার আবেদন রাখছি।
টুুগে ব্লগে যারা ব্যাক্তিগত তাড়না এবং সাংস্কৃতিক আন্দোলনে সুস্থ ভাবাধারা বজায় রাখার প্রত্যাশায় সর্বক্ষণ সজাগ এবং ইতিহাস ও সাহিত্য সচেতন ব্লগ লিখে, কমেন্ট করে উৎসাহ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই সবুজ ভাই। অনেকবার সর্বোচ্চ কমেন্টধারীর খেতার পেয়েছেন এবং সর্বোচ্চ হতে না পারলেও তার পরের দুই একজনের মধ্যে সবুজ ভাই এর নামটা থাকবেই। যিনি কমেন্ট না করে শুধু লিখলেও শ্রেষ্ঠ ব্লগার হবার যোগ্যতা রাখেন। আমার প্রত্যেকটি লিখায় সুমন ভাই এর কমেন্ট থাকবেই অবধারিত যেন। কিছুদিন যাবত কমেন্ট পাইনা, আমার ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারনে যে, হঠাৎ কমেন্ট বন্ধ হয়ে গেল আর আমি খবর নিলামনা কি হয়েছে। অবশেষে বাহার ভাই ব্লগার চাঁটিগা থেকে বাহার ভাই এর ফেইসবুক ষ্ট্যাটাস থেকে জানতে পারি সবুজ ভাই অসুস্থ্য।
সকলের কাছে দোয়া প্রার্থী। আমি সাধারণত ষ্ট্যাটাস দিয়ে জোর করে দোয়া আদায় করার পক্ষপাতী নই সেটা নিজের বেলায় এবং সবুজ ভাইও হয়তো তেমন, তবুও প্রিয় ভাইটা অসুস্থ তায় অন্তত একটা ষ্ট্যাটাস না দিলেও নিজেকে কদাকার মনে হবে। আল্লাহ যেন ভাইটাকে শীঘ্রই সুস্থ করে দেন। আমীন
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসুলুল্লাহ্ সঃ শিক্ষানুযায়ী আমরা জানি, 'নিশ্চয়ই সবুজ ভাইয়ের এই অসুস্থাবস্থায় ওনার করা জানা অজানা গুনাহ সমূহ গাছের পাতার ন্যায় একে একে ঝরে পড়ে ওনাকে গুনাহ মুক্ত করবেন'। ওনার কাছে আর্জি - দয়া করে উনি যেন সারা পৃথিবীর মুমিন ও মুমিনাহর জন্য এ সময়টায় স্পেশাল দোয়া করেন - যাতে আমাদের সকলের গুনাহগুলো মাফ হয়।
আর যে সকল ভাইরা চট্রগ্রাম এ থাকেন তাদের জন্য নিচের হাদীসটি কাজে লাগতে পারে বলে শেয়ার করলাম। যদি কেউ এ সুযোগটি নিতে চান -
'Ali bin Abu Talib (May Allah be pleased with him) reported:
I heard the Messenger of Allah (ﷺ) saying, "When a Muslim visits a sick Muslim at dawn, seventy thousand angels keep on praying for him till dusk. If he visits him in the evening, seventy thousand angels keep on praying for him till the morning; and he will have (his share of) reaped fruits in Jannah."
[At- Tirmidhi] Arabic/English book reference : Book 7, Hadith 899
اسئل الله العظيم رب العرش العظيم ان يشفيه
امين يارب العالمين
আমাদের প্রিয় ভাইটা আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক।
আল্লাহ ওনাকে সু্থ করে দিক...আমিন।
একটু জানাবেন প্লিজ।
জাযাকাল্লাহ খাইর।
আমি সবুজ ভাইকে দেখতে একবার বাসায় ও একবার ক্লিনিকে দেখতে গেছি। আরো যাওয়া দরকার ছিল কিন্তু যেতে পারিনি।
আল্লাহ সবুজ ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন।
মন্তব্য করতে লগইন করুন