সোনার মেয়ে
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৮ এপ্রিল, ২০১৬, ১২:২৭:৩০ দুপুর
একটি মেয়ে সোনার মেয়ে
সোনার মত ছবি
সেই মেয়েটির লেখা পড়াই
এক নাম্বরের হবি।
ফজর পড়ে সকাল বেলা
হয় শুরু তার দিন
কুর'আন পড়ে নাস্তা খেয়ে
পড়ে আওয়াবিন।
ব্যাগ গুছিয়ে হিজাব পড়ে
স্কুলে যায় ধেয়ে
দুপুর বেলা ফিরে এসে
খেতে বসে নেয়ে।
যোহর পড়ে এক ঘুমে তার
যায় হয়ে যায় আসর
নামায পড়ে পড়তে বসে
নাইকো অবসর।
মাগরিবের পর দুধের বাটি
তার টেবিলে চাই
পড়া লেখায় সেই মেয়েটির
নাইকো ফাকি নাই।
এশা পড়ে অংক করে
পড়ে বিজ্ঞান
ক্যালোরি মেপে খাবার খেয়ে
ঘুমিয়ে হয় অজ্ঞান।
এমনি করেই সেই মেয়েটির
যায় কেটে যায় দিন
এত কষ্টের পরে হয়ত
বাজবে সুখের বিন।
বিষয়: সাহিত্য
১১২৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল মা-বাবার সন্তান অবশ্যই ভাল হয় । যদিও ২/১ ব্যাতিক্রম ও হয় ।
ধন্যবাদ।
যদি তাই হয়, তাহলে সোনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
হবেই হবে...ইনশাআল্লাহ।
তা মেয়ের মাকে নিয়ে কোন কোবতে, ছোড়া...আসে না?
ধন্যবাদ।
সেই মেয়েটি যখন যেথায় থাকে
রহম-বারি ঝরতে সেথায় থাকে!
আমিন ইয়া রব্বাল আলামীন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন