- শুয়োরকে শুয়োর বলতে চাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ এপ্রিল, ২০১৬, ১১:৪১:৫৪ সকাল
কোথাও রাজনীতির গন্ধ পেলে আগের মতো আর বুকে টেনে নিইনা, এড়িয়ে চলি। তবে এটা রাজনীতি নয়, আমার গ্রাম বাঁশখালী, এখানে চালানো হয়েছে গণহত্যা। নিরব থাকা গেলনা। এখানে রাজনীতি নেই, মানুষগুলো তাদের জমিন আকড়ে ধরতে চেয়েছিল। পারেনি। ইষ্টইন্ডিয়া কোম্পানীর আদলে আসল এসআলম আর সরকার কোন আদলে আসলো সেটা বলতে ভয় আছে। আমরা সবাই আতংকে আছি চলতে বলতে।
রিজার্ভ থেকে নিজামী, কাজ হলোনা। আসলো তনু। কাজ অনেকটা গুটিয়ে আনা গেছে। টাকা ফেরত আসবে এমন বার্তা দিয়ে সবাইকে আশান্বিতও করা হচ্ছে। বিচার চাওয়ার অধীকার অবশ্য কারো নেই কারন ভোট দিয়েতো আর সরকার আনা হয়নি। এই গণহত্যাটা প্রয়োজন ছিলোনা। সবাইতো ধীরে শান্ত হয়ে আসছিল তবুও কেন পাখীর মতো মারতে হলো নীরিহ মানুষগুলোকে।
জানিনা পরিবেশবাদীরা এখানে লাশের গন্ধ পায় কিনা, জানিনা শাহবাগে মোমবাঁতি জ্বলবে কিনা, জানিনা বিশদল জানাজা পড়াবে কিনা, জানিনা আর কতো রক্তক্ষরণ হলে শান্ত হবে এই ভূমি।
রাজনীতির কথা উঠলেই সবাই ছি ছি করে। আমিও করছি। এটা রাজনীতি নয়, এটা নিরীহ মানুষগুলোর দু'বেলা ভাতের অধীকার, তাদের জমি আকড়ে ধরে রাখার অধীকার। এটা পরিবেশ রক্ষার অধীকার, এটা বেঁচে থাকার অধীকার, এটা মত প্রকাশের অধীকার, এটা বাকস্বাধীনতার অধীকার, এটা শুয়োরকে শুয়োর বলার অধীকার।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদেরকে শুয়োর বললে শুয়োর কে কি বলবেন! শোয়োর তো আর অযথা মানুষ খুন করে নাহ।
হি হি হি
কি আজব!!
মানুষ ভালো
খেললে ও পশু হয়ে যায়
আবার
মানুষ মন্দ কাজ করলে ও
সেই পশুরা ই বকা খায়
তাইতো, পশুদেরই যেন সব দোষ
মন্তব্য করতে লগইন করুন