আমি রাজরানী
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৫ এপ্রিল, ২০১৬, ১২:০৪:১৮ দুপুর
পারভীন সুলতানা
৪/৪/২০১৬
স্বামীকে ভালবাসি কত খানি?
স্বামীর জীর্ণ ছোট্ট কুটির খানি।
সেই গৃহ হোক না যেমনি তেমনি,
তব হৃদয় প্রাসাদের আমি রাজরানী।।
তোমার ভালবাসা পেলে গোধুলী লগনে,
চিরবিদায় লইব যখন আমি প্রভু ম্মরনে।
জনমের তরে লুকাব আমি মাটির গহিনে,
সন্ধ্যার আধারে কেঁদে খোজবে স্মৃতি কোনে।।
জানি আমি,দেহ খাঁচা ভেঙ্গে যাবে জান,
তব বিরহ ব্যাথায় কাঁদিবে মোর এই প্রান।
মোর হৃদয় তব লাগি, সদাই থাকিবে জাগি।
ভোরে বাতায়নে ডাকিবে জান্নাতি সবুজপাখী।।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন