আমি রাজরানী

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৫ এপ্রিল, ২০১৬, ১২:০৪:১৮ দুপুর



পারভীন সুলতানা

৪/৪/২০১৬

স্বামীকে ভালবাসি কত খানি?

স্বামীর জীর্ণ ছোট্ট কুটির খানি।

সেই গৃহ হোক না যেমনি তেমনি,

তব হৃদয় প্রাসাদের আমি রাজরানী।।

তোমার ভালবাসা পেলে গোধুলী লগনে,

চিরবিদায় লইব যখন আমি প্রভু ম্মরনে।

জনমের তরে লুকাব আমি মাটির গহিনে,

সন্ধ্যার আধারে কেঁদে খোজবে স্মৃতি কোনে।।

জানি আমি,দেহ খাঁচা ভেঙ্গে যাবে জান,

তব বিরহ ব্যাথায় কাঁদিবে মোর এই প্রান।

মোর হৃদয় তব লাগি, সদাই থাকিবে জাগি।

ভোরে বাতায়নে ডাকিবে জান্নাতি সবুজপাখী।।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364683
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته মাশ-আল্লাহ খুবই ভালো লাগলো। আপনাকে জাযাকুমুল্লাহ।
364693
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৫
কুয়েত থেকে লিখেছেন : খুবই সুন্দর হয়েছে মাশা'আল্লাহ ভালো লাগলো লেখাটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ
364705
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১১
নেহায়েৎ লিখেছেন : মাশা আল্লাহ! আপনি খুব সুন্দর কবিতা লেখেন দেখি! লিখতে থাকুন।
364726
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর কবিতা, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File