নিরীহ জনগণতো আওয়ামিলিগ ও তাদের সহযোগীদের লুটপাটের বিরদ্ধে আন্দোলন করেনি। তাহলে কেন বাপ দাদার ভিটে রক্ষার জন্য রক্ত দিতে হলো ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ এপ্রিল, ২০১৬, ১২:০৪:৩৪ দুপুর
পাকিস্তান আমলে এভাবে কি প্রান গেছে ?
বাংলাদেশ কি ভারত শাসিত কাশ্মীর ?
বাংলাদেশ কি ইসরাইলের তান্ডবের ফিলিস্তিন ?
এই নিরীহ জনগণ তাদের বাপ দাদার ভিটে রক্ষার জন্য রক্ত দিতে হলো ?
জনগনের টাকায় কিনা বুলেটের আঘাতে লাশ হতে হলো ?
বাশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার জনগণএই অতীষ্ট জনগণ ১৪৪ ধারা ভংগ করতে শুরু করেছেন । কারণ তারা দেশ প্রেমিক , তাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডমারায় ৬০০ একর জমি দখল করে দেশ ধ্বংস করতে বাধা দিচ্ছে ।
[img]
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডমারায় ৬০০ একর জমি দখল করে এক হাজার ২২৪ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে অভিজ্ঞতাহীন এস আলম গ্রুপ। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন স্থানীয়রা।
দেশ জনগনের। দেশের এক ইঞ্চি জায়গার মালিক কোনো ভন্ড প্রতারক , কথিত ভুয়া চেতনার ফেরিয়ালা হতে পারে না।
এই নিরীহ জনগণ তো আওয়ামিলিগ ও তাদের সহযোগীদের ঐসব লুটপাটের বিরদ্ধে আন্দোলন করেনি। তাহলে কেন বাপ দাদার ভিটে রক্ষার জন্য রক্ত দিতে হলো ?
কুইকরেন্টাল ডাকাতি। ডেসটিনির ডাকাতি ।
বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পদ্ধতিতে ১১০০ কোটি টাকা ডাকাতি।
সাত বছরে আত্মসাৎ ৩০ হাজার কোটি টাকা লুট , পাচার ।
জনতা ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা লুট ।
বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারিতে ৯ হাজার কোটি লুট ।
রূপালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা লুট ।
অগ্রণী ব্যাংক থেকে ৮০১ কোটি টাকা লুট ।
মুন গ্রুপ ৩শ কোটি টাকা লুট ।
বেসিক ব্যাংক থেকে সাড়ে ৮ হাজার কোটি টাকা লুট ।
ডেসটিনির নামে ৮৪ হাজার কোটি টাকা লুট ।
উন্নয়ন ও উৎপাদনের নামে ডেসটিনির ৪ হাজার ১১৯ কোটি টাকা লুট ।
ফারমার্স ব্যাংক অনিয়মের মাধ্যমে প্রায় ৪শ কোটি টাকা লুট ।
হল-মার্ক গ্রুপের নামে সোনালী ব্যাংক ৬ হাজার ৮ শ কোটি টাকা লুট ।
শেয়ার বাজারে অন্তত ১৫ হাজার কোটি টাকা লুট ।
বাঁশখালী থানার ওসি স্বপন কান্তি মজুমদার মঙ্গলবার (৫ এপ্রিল) বলেন, পুলিশের মামলাটির বাদী থানার এসআই বাহার মিয়া। ৫৭ জনের নাম উল্লেখ করে এ মামলার আজাহারে অজ্ঞাতপরিচয় তিন হাজার দুইশজনকে আসামি করা হয়েছে।
পুরো গ্রামে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেই সাথে রাতভর গ্রেপ্তার আতঙ্কে গন্ডামারা ইউনিয়নের ঐ গ্রামটি পুরোপুরি পুরুষশূণ্য হয়ে পড়েছে। সূত্র : বিবিসি বাংলা
এরপর পুলিশ শত শত গ্রাম বাসির বিরদ্ধে নামহীন মামলা। এরই মধ্যে পুলিশ ৩০০০ ( তিন হাজার ) এলাকা বাসীকে আসামী করে মামলা করেছে। পুলিশের তান্ডবে গ্রামবাসী এলাকা ছাড়া হবে। গ্রেফতার বানিজ্য করবে পুলিশ।
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াত শিবির মারতে গিয়ে গুলি করার প্রেক্টিস টা হিতে বিপরীত হয়ে এখন দল মত নির্বিশেষে সবার মাথায় ঠুকতেছে।
পাকিস্তানিরা খাইছে ২৪ বছর (শত শত বিলিয়ন) ।
আর অতি সম্প্রতি -
হলমার্কের ৪ হাজার কোটি, বিসমিল্লাহ গ্রুপের ১২শ কোট,
থার্মেক্সের ৮শ কোটি, ব্যাসিক ব্যাংকের ৫ হাজার কোটি,
বাংলাদেশ ব্যাংকের ৮শ কোটি, তিতাসের ৩ হাজার কোটি,
ডেস্টিনির সাড়ে ৩ হাজার কোট্ শেয়ার বাজারের ১৫ হাজার কোটি টাকা লুট হওনের পর ও আমরা বাইচ্চা রইছি ।
পদ্মা সেতু বানাইতাছি । মাইন্সে হুদাই কয় আম্রা গরীব ।
চোরে চোরে দেশ সয়লাব ।
মোগো টাহা ফেরত দেবেন কবে ?
মন্তব্য করতে লগইন করুন