- ময়না তদন্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ এপ্রিল, ২০১৬, ০১:৪৯:১২ দুপুর
হতভাগীর লাশ উঠছে নামছে
মিলছেনা আলামত
উল্পেপাল্টে দেখল কতো
কেরামত সালামত।
হতভাগীর চরিত্র ভালোনা
হাওয়ায় তেমন ভাসে
ছয় মোবাইলে বারটা সিম
গোয়েন্দা রিপোর্ট আসে।
এভাবেই রোজ আসছে ঘুরে
নতুন নতুন ইসু
নতুন মানেই হুমড়ে পড়া
পুরোনোতে দাও হিসু।
ইসুপ্রিয় জাতি ইসুতেই থাকি
ইসুতেই পরম সুখ
হাভাগীটার ময়না তদন্ত
দেখেনা আলোর মুখ।
বিষয়: বিবিধ
৭৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন