মরলে মানুষ
লিখেছেন লিখেছেন সৈয়দ মাসুদ ০৪ এপ্রিল, ২০১৬, ১২:২৪:৩৭ দুপুর
মরলে মানুষ হয় না বিচার
এই কথা তো ঠিক নয়
মন্দ লোকের ওসব কথায়
মানুষ কেন মুখে কয় ?
সুখ-শান্তি তো অনেক আছে
শান্তি মামীর শান্ত দেশে
মশা মারতে দাগায় কামান
সাফ-সকিনা দাঁতে হেসে।।
করলে আকাম ছাড় হবে না
মামী আমার দেয় হাঁক
মামার খরব কেউ জানে না
চার দিকে শুধুই বাজে ঢাক।।
অক্কা পেলে সাগর-রুনি
কপালে মামীর নেই তো ভাঁজ
ভয় নাই তো নস্যি এসব
এসব তো ওয়ান-টু’র কাজ।।
মামী গেল এলো মামা
আম জনতা ভাবে তাই
সন্ত্রাসী আর হন্তারকের
এবার বুঝি রক্ষা নাই।।
দুষ্ট লোকের দুষ্টুমিতে দেখ
সিঁকে ছেড়ে না মামার কপালে
বিরোধী দলের উস্কানীতে
প্রাসাদ ভাঙ্গে দেখ হরতালে।।
বুড়ো হলো বড় মামা এবার
আসলো নানীর আরেক পোলা
সন্ত্রাসীদের ধরতে মামায়
আনলো এবার নতুন ঝোলা।।
দিন যায় রাত গুজরান
আজব ঝোলা মামার শুণ্য
মরলো তনু দিন-দুপুরে
মামায় বলেন সব নগণ্য।।
করবে কী আর পুলিশ কাকায়
আম-জনতার জন্য
মন্ত্রী বাবুর পদাঘাতে দেখ
এবার হলো কাকা ধন্য।।
বিষয়: বিবিধ
৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন