- জাগো এবার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ মার্চ, ২০১৬, ০৬:০৬:১১ সন্ধ্যা
ঘুমিয়ে পড়লি নাকি
জাগতে হবে আবার
দেশটাযে লুটেপুটে
হচ্ছে খেয়ে সাবার।
জাগলি যেমন বায়ান্নতে
একাত্তুরে আবার
নব্বইতে স্বৈারাচারের
জবাব দিলি থাবার।
তারপর সব এলোমেলো
গণতন্ত্রের নামে
দেশটা হলো কারাগার
প্রতিহিংসার খামে।
খাচ্ছে দেখ কামড়ে দেশ
করছে কেমন সাবার
জাগলে তুই লেজ গুটিয়ে
পালাবে সব আবার।
বি.দ্র. ছবিতে উমায়রার ঘুমরাজ্য
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট বেলায় আমি ও নাকি দুইহাত উপরে তুলে ঘুমাতাম ঠিক উমায়রার মত এখনো অবশ্য আছে ।
ঘুমায় আমার বুড়িটা
উমা দিলাম কুড়িটা
মন্তব্য করতে লগইন করুন