হৃদয়ে রক্তকরণ
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তকরণ ১৪ মার্চ, ২০১৬, ০৫:৪৮:২১ বিকাল
কিছু দিন আগের কথা আমি ছিলাম একজন অনলাইনের যোদ্ধা।
আমার লেখা ও নিত্যনতুন আপডেট পাওয়ার জন্যে না হলেও শতাধিক মানুষ অপেক্ষা করতো।
আমার প্রতিদিনের এজেন্ডার মধ্যে অন্যতম ছিল নিউজপেপারে চোখ বোলানো জরুরী সংবাদ গূলী
কাটিং করে ছড়িয়ে দিতাম ভিবিন্ন সাইটে। দেশ যখন একমুখী ও একাগ্রচিত্ত অন্ধ অনুকরণে মগ্ন
তখন মনে হত আমার ক্ষুদ্র প্রয়াস হয়তো কিছু টা উপকারে আসবে।
তাই দিনের পুরোটা সময় কাঠিয়ে দিতাম অনলাইনে। মারাত্তক এডিক্ট হয়ে যাই।
দেখা দেয় চোখে প্রব্লেম। চোখের পানি পড়া আর এজমা আক্রান্ত হয়ে পড়ি।
চাকুররী করার পাশাপাশি প্রতিবাদের ভাষা হিসাবে মানুষের কাছে তুলে ধরতাম দেশের আনাচে কাননাচে সংঘটিত হওয়া ছাত্রলীগ যুবলীগের আকাম কুকামের কাহিনী লিখতাম ইসলাম ও ইসলামী আন্দোলনের বিভিন্ন গুরুত্তপূরন্ন ও সমসাময়িক বিষয়াদি। দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যেতাম অনলাইনে।
মনে করতাম দেশে আল্লাহর দিনের কাজ করতে পারছি না। প্রভাসে কলমের মাধম্যে মানুষের কাছে সত্য মিথ্যা তুলে ধরবো।
যখন দেশে ছাত্র রাজনিতিতে ছিলাম তখন জেল কাটা আর ছাত্রলীগ পুলিশ লিগের মার খাওয়া ছিল নিয়মিত এজেন্ডা।
পরিবেশ পরিস্তিতি ও বাস্তবতার কঠিন দায়ভার বহন করতে না পেরে দেশ ছেড়ে আসতে হল প্রবাসে ।
আমি এক আপাদ্মস্তক অপদার্থ হিসাবেও নিজেকে মনে করতাম একজন অনলাইনের যোদ্ধা হিসাবে।
কারণ হিসাবে বলতে পারি আমার লক্ষ্য উদ্দেশ্য আমার অনুভূতী আমার চিন্তা চেতনা সেই লক্ষ্যেই পরিচালিত করেছিলাম
যে লক্ষ্য নিয়ে ছিল চিরন্তন সত্য অর্থকরী অর্থবহ। যার মধ্যে রয়েছে মানবতার কল্যান ।
সেই কঠিন রিভোল্ট মানষিকথা থেকে যে বা যারা শয়তানি লীলা খেলায় আমাকে
নামিয়ে আমার লেখনী শক্তি আমার অনুভূতি আমার লক্ষ্য উদেশ্য থেকে আমাকে
বিছিন্ন করে দিয়েছে তাদের জন্যই আজ আমি ইডিওট লম্পট বাস্টার্ড হয়েছি।
অনেক দেরী হয়ে গেছে। ভাল হতে চেয়েও হতে পারলাম না।
বার বার কেউ না কেউ আমাকে মিথ্যা আশার আলো দেখিয়ে আমার মাইন্ড কে
করে তুলেছে বিষাক্ত সাপের ছোবল খাওয়া ম্রিতুপথের পেশেন্টের মতই। এখন অনেকটা মানষিক রোগীর মতই মনে হয় নিজেকে। ডাক্তার বলে প্রত্যেক সুস্ত মানুষকেই ছয় ঘন্টা ঘুমানো উচিত ।
ডাক্টার মশাইয়ের মাথা ঠিক নাই। কারন আমি যে প্রতিদিন তিন ঘন্টা ঘুমাতে পারি না তবুও মাবুদের রহমতে বেচে আছি সুস্ত আছি।
হে আসমান ও জমীন এতদুভয়ের সকল কিছুর মালিক আমাকে ক্ষমা করুক।
আমি যেন ভাল হয়ে যেতে পারি। আপনার রহমত ও নিয়ামতের সীমার ভিতরে ফিরে আসতে আমাকে আরেক বার সুযোগ দান করূন।
শিক্ষাঃ
#কোরআন ও হাদিসের মূল স্প্রিট থেকে দূরে চলে যাওয়া।
#আমি আমার আবেগ কে নিয়ন্ত্রন করতে পরাজীত হয়েছি।
#অত্যাধিক আন্তরিকথা কখনো বিপদের কারন হয়ে উঠে।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন