তোষামোদকারীদের খপ্পরে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ মার্চ, ২০১৬, ০৪:৫৪:১০ বিকাল



৬ষ্ঠ কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে কি? সাধারণ মানুষের প্রশ্ন সত্যিই হবে, কখনও বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। বর্তমানে বিএনপির অবস্থা এমন যে সুদূর লন্ডনে থাকা তারেক রহমানের নাম বলা যেন বেয়াদবী। এখানে তার নাম উচ্চারণ করলে তিনি লন্ডন থেকে শুনে অসম্মানবোধ করবেন। সেই ভয়েই তারেকের নাম উচ্চারণ না করে ‘ভাইয়া’ নামের পরিচিত করে তোলা হয়েছে। তোষামোদকারীদের খপ্পরে পড়ে গেছে বিএনপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বরেণ্য নেতার নাম ধরে ‘মুজিব ভাই, মুজিব ভাই’ বলতেন দলের নেতারা। অথচ বিএনপিতে একি হচ্ছে। তারেক ভাই সম্বোধনের কারণে তিনি অসন্তোষ প্রকাশ করেন, শাস্তির হুমকিও দেন,তাইতো নাকি এতো তোষামোদ ,তাহলে দেশের জনগণ এই নেতার কাছে কি আসা করতে পারে। পত্রিকায় খবর বের হয়েছে আসন্ন কাউন্সিলে দলের চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের ক্ষমতা সমান করা হচ্ছে। সংগঠন পরিচালনার ক্ষেত্রে বাড়তি ক্ষমতা ভোগ করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান। আর মহাসচিবের ক্ষমতা কমাতে অতিরিক্ত মহাসচিব পদ সৃষ্টির চেষ্টা চলছে। সত্যিই যদি এমন হয়, তাহলে বিএনপি কি ঘুরে দাঁড়াতে পারবে? দলের এই ভঙ্গুর অবস্থায় দলের অনেক সুবিধাবাদী নেতা এপাশ ওপাশ করছ। অবস্থা এমন পর্যায়ে গেছে যে লন্ডনে অবস্থানরত তারেক রহমান তথা ভাইয়াকে খুশি করতে সুবিধাবাদীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।যে দলের সাংগঠনিক কর্মসূচি এবং কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়নি। অধিকাংশ কমিটি হয়েছে ঢাকায় বসে। যারা ঢাকার পাইকারদের ম্যানেজ করতে পেরেছেন তারাই হয়েছেন জেলার, থানার নেতা। সুনামীতে আক্রান্ত বিএনপি এবারও কাউন্সিলের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবে না।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File