তুই পুলিশ নাকি ছাত্রলীগ??
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তকরণ ০৯ মার্চ, ২০১৬, ১১:৩৫:০৮ সকাল
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে রাস্তার মাঝে উল্টো করে ঝুলিয়ে বেঁধে পেটানোর হুমকি দিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক। মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়ে বলে অভিযোগ করেছেন এটিএম কামাল। তবে তাদের মধ্যে কথা হলেও কোনো ধরনের হুমকি দেয়া হয়নি বলে জানিয়েছেন ওসি। নগর বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার বিকেলে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করার কথা ছিল। আসন্ন সম্মেলন উপলক্ষ্যে নেতারা কিভাবে যাবেন কি ধরনের ব্যানার ফেস্টুন করবেন সেটা নিয়ে ওই বৈঠক ডাকেন নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল। এটিএম কামাল অভিযোগ করে বলেন, ‘দুপুর ১২টা ২৫ মিনিটে সদর মডেল থানার ওসি আমাকে ফোন করেন। ফোন করেই তিনি অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন, ‘বা..... শালার পোলা... তোর কে আছে আন। দেখি আজ কিভাবে তুই অনুষ্ঠান করিস, তোরে রাস্তার পাশে বেঁধে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। দেখি তোরে কে বাঁচায়।’ তিনি আরও বলেন, ‘আমাকে যেসব ভাষায় গালি দেয়া হয়েছে সেটা প্রকাশ করার মত না।’ তবে সদর মডেল থানার ওসি আবদুল মালেক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এটিএম কামালকে কোনো হুমকি দেয়নি। কথাটি সত্য না।’ তাহলে তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘আজ একজন এমপির মা মারা গেছেন। তাই আমরা খুব ঝামেলাতে আছি।’ এ ব্যাপারে বিএনপি নেতা কামাল বলেন, ‘আমরা ফোন করে ফোর্স চাইনি। কারণ ফোর্স চাওয়ার মত কোনো অনুষ্ঠান নেই। এটা আমাদের ঘরোয়া সভা।’ বিকেলে পুলিশ সুপারকে দেয়া লিখিত আবেদনে এটিএম কামাল উল্লেখ করেন, সোমবার দুপুর ১২:২৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আব্দুল মালেক ০১৭১৩৩৭৩৩৪৫ নম্বর থেকে তার ০১৭১২০৯৯৭৫২ নম্বরে ফোন করে জানতে চান, আজ তাদের বি.বি. রোডস্থ দলীয় কার্যালয়ে কোনো কর্মসূচি রয়েছে কিনা। অফিসে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই বলে তাকে তিনি জানান। তবে আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের ব্যাপারে নানা তথ্য সংগ্রহে জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মীরা অফিসে এসে থাকেন। সে কারণে অফিসটি বিকেলে নিয়মিত খোলা রাখার কথা তিনি ওসিকে জানান। এ কথা শোনার পর ওসি হয়ে বলেন, ‘আপনি কি চান আমি আপনাদের অফিসে তালা মেরে দেই।’ কথাটি শুনে তিনি মর্মাহত হয়ে ওসিকে বলেন, ‘যদি কোনো কর্মসূচি থাকে তাহলে তো আপনাদের আমরা সব সময় অবহিত করেই থাকি। আর সাধারণত অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয়ের মতো আমাদের কার্যালয়টি আমরা নিয়মিত খুলতেই পারি। নিয়মিত কার্যালয় খুলতে কোনো বাধা থাকার কথা নয়।’ তারপর ওসি আবদুল মালেক ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘তুই অনেক বেশি বাড়াবাড়ি করছিস বান..., তুই রাস্তায় নেমে আয় তোর ... দিয়ে রাইফেলের নল ঢুকিয়ে গুলি করে দিব।’ এর জবাবে তাকে তিনি ওসিকে বলেন, ‘আপনি আমাকে এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারেন না।’ এতে তিনি ক্ষিপ্ত হয়ে আরও অশ্লীল কথা বলে চরম শিক্ষা দেয়াসহ জীবনের হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতাসহ নানা ধরনের হয়রানির আশঙ্কা করছেন। এ অবস্থায় দেশের একজন সাধারণ নাগরিক ও বিএনপি নেতা হিসেবে তার ও পরিবারের সবার জীবনের নিরাপত্তায় পুলিশ সুপারের সহায়তা কামনা করেছেন। - See more at: http://amarbangladesh-online.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/#.Vt-z-e6EZJ8
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন