বাবুল কি দোষ করেছে জম্ম দিয়ে মেয়ে সন্তান? ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ মার্চ, ২০১৬, ১১:০৫:৫৯ সকাল



বিয়ে করে ছিলেন বাবুল মিয়া

হলো ২৮ বছর,

তিন মেয়ে এক ছেলে নিয়ে

সুখের সংসার তার!



প্রথম সন্তানটি মেয়ে বলে

নেমে এলো সুখের ঘরে আগুন,

বিয়ের সম্মন্ধ আসে (চলে যায়!!!)

মেয়েটির জীবনে আসনি ফাগুন।



আদরের মেয়েটি যেন বোঝা

শান্ত বাবা বাবুলের মাথায়,

১ লক্ষ টাকা যৌতুক, ৫ শত

বরযাত্রী, খরচের সম্বল তার নেই।



বিয়ে হচ্ছেনা হচ্ছেইনা....

সময় যাচ্ছে নিজ গতিতে বয়ে,

যৌতুক সমাজের ব্যাধি রূপে

অমানবতায় মানুষ গুলোকে মারছে ক্ষয়ে।



যৌতুক নামের সামাজিক ব্যাধি

আর কত বহন করবো আমরা সমাজে?

আর কত বাবুল সামাজিক ব্যাধি

নিয়ে সমাজ থেকে মুখ লুকাবে লাজে?



বাবুল কি দোষ করেছে

জম্ম দিয়ে মেয়ে সন্তান?

ছেলে মেয়ে উভয়কে নিয়েই

গঠিত এই পৃথিবীর সুন্দর বাগান।



সুন্দর বাগানে আমরা জ্বেলেছি

আগুন অবচেতনে,

সমাজ আজ জ্বলছে তাই

সেই অগ্নি শিখার দহনে।



নিভাতে হবে এই জ্বলন্ত আগুন

সবাই মিলে এক সাথে তুলতে হবে আওয়াজ,

প্রবীণ-নবীন সবার প্রতি আহবান

আসুন ফিরিয়ে আনি যৌতুক মুক্ত সমাজ।



বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361935
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:২১
হতভাগা লিখেছেন : ৫০ বছর আগে লিখলে এটা ভাল খেত সবাই । এখনকার মেয়েরা ভালই ছলা কলা কৌশল জানে । বাবুলের মেয়ে সে হিসাবে ব্যর্থ ।
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:০৮
299972
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ৫০ বছরে আগে বাংলাদেশ ছিলোনা। ছিলো পাকিস্তান!!! ওই সময় হয়তো এত বেশি ছিলনা যৌতুকের প্রভাব!

এখনকার মেয়েরা ছলাকলা কৌশল জানে ঠিকই ছলাকলা কৌশলে সব সময় সফলতা বয়ে আনেনা আনতে পারেনা। ছলাকলা কৌশলের সফলতায় শান্তি আছে এমন ধারণা ভুল!!!


আবুলের মেয়ে প্রেম করেনি এখানে সে ব্যর্থ!! আবুলের মেয়ে যদি প্রেমে পড়ত বা করতো তাহলে সে বেশ্যা উপাদী পেত গরীব ঘরের মেয়ে তাই।

ধনী ঘরের মেয়ে হলে প্রেমটা হয়ে যেত আধুনিক কালচার!
361937
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন অবস্থা সমাজের দোষে!!
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:১৬
299974
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পরিবর্তনের প্রত্যাশাতো করতেই পরি! পরিবর্তনের জন্য প্রধানত অবিভাবকদের এগিয়ে আসতে হবে।
361952
০৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৫১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ঠিক বলেছেনঃ আদরের মেয়েটি যেন বাবার বোঝা।

তবে লালন পালন ইসলামী আদর্শে হলে তবে কোন বোঝা নয় বরং রাহমাহ, জান্নাহ।

জাযাকাল্লাহ খাইর
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:২২
299975
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। লালন পালন ও সমাজে ইসলামী আদর্শ এবং সংস্কৃতির চর্চার বিচ্চুতি হয়েছে বলেই যৌতুকের মত ব্যাধি সামজে প্রবেশ করেছে।

ইসলামী আদর্শ ধারণ করতে পরলে বোঝা নয় বরং রাহমাহ, জান্নাহ। পরিণত হবে।

আল্লাহ আমাদের বুঝার তাওফীক দান করুন, আমিন।
361965
০৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২১
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি চমৎকার হয়েছে ভালো লাগলো ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:২৩
299977
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটি আপনার ভালো লাগায় প্রিতি হলাম। অনুভূতি রেখে যাবার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
361983
০৯ মার্চ ২০১৬ রাত ০৯:০৬
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ।
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:২৪
299979
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
362001
১০ মার্চ ২০১৬ রাত ১২:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার কবিতাটি পুটিবিলার পুটিদের সাথে পড়েছি।
খুব ভালো লিখেছেন, মেসেজটি সুন্দর।
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:২৬
299980
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুটিবিলার পুটিরা চুপচাপ
ভালো আওয়াজ শুনে যেন বাপরে বাপ!!

ধন্যবাদ, আপনাকে অনুভূতির জন্য। ভালো থাকবেন।
362005
১০ মার্চ ২০১৬ রাত ০২:০১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

কবিতা লিখে অধিকার আদায় করা কঠিন বরং সংগ্রহে এমন কোনো ছেলে থাকলে তাকে বিনা যৌতুকে বিয়ে করানোতে রাজী করানোটা উপযুক্ত সমাধান হতে পারে!
১০ মার্চ ২০১৬ সকাল ০৮:২৮
299982
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। কবিতা লিখে অধিকার আদায় করা কঠিন, তবে সচেতনতা তৈরি হবে এই প্রত্যাশায় লেখা...!

আপনার সাথে একমত।
362715
১৭ মার্চ ২০১৬ সকাল ১০:৩৮
এ,এস,ওসমান লিখেছেন : যৌতুকের চেয়েও বর্তমান সমাজে মারাত্মক একটা জিনিস দেখা গেছে, সেটা হল দেনমোহর। বিয়ের সময় মেয়ে পক্ষরা ছেলে পক্ষের কাছে যে পরিমাণে দেনমোহর চায় তা পুরুষ নির্যাতনের কম নয়।
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৫
300663
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সেটা নিয়েও সচেতনা দরকার। তবে অধিকাংশ দেনমোহর বড় অংক হয় যৌতুকের কারনে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File