বাবুল কি দোষ করেছে জম্ম দিয়ে মেয়ে সন্তান? ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ মার্চ, ২০১৬, ১১:০৫:৫৯ সকাল
বিয়ে করে ছিলেন বাবুল মিয়া
হলো ২৮ বছর,
তিন মেয়ে এক ছেলে নিয়ে
সুখের সংসার তার!
প্রথম সন্তানটি মেয়ে বলে
নেমে এলো সুখের ঘরে আগুন,
বিয়ের সম্মন্ধ আসে (চলে যায়!!!)
মেয়েটির জীবনে আসনি ফাগুন।
আদরের মেয়েটি যেন বোঝা
শান্ত বাবা বাবুলের মাথায়,
১ লক্ষ টাকা যৌতুক, ৫ শত
বরযাত্রী, খরচের সম্বল তার নেই।
বিয়ে হচ্ছেনা হচ্ছেইনা....
সময় যাচ্ছে নিজ গতিতে বয়ে,
যৌতুক সমাজের ব্যাধি রূপে
অমানবতায় মানুষ গুলোকে মারছে ক্ষয়ে।
যৌতুক নামের সামাজিক ব্যাধি
আর কত বহন করবো আমরা সমাজে?
আর কত বাবুল সামাজিক ব্যাধি
নিয়ে সমাজ থেকে মুখ লুকাবে লাজে?
বাবুল কি দোষ করেছে
জম্ম দিয়ে মেয়ে সন্তান?
ছেলে মেয়ে উভয়কে নিয়েই
গঠিত এই পৃথিবীর সুন্দর বাগান।
সুন্দর বাগানে আমরা জ্বেলেছি
আগুন অবচেতনে,
সমাজ আজ জ্বলছে তাই
সেই অগ্নি শিখার দহনে।
নিভাতে হবে এই জ্বলন্ত আগুন
সবাই মিলে এক সাথে তুলতে হবে আওয়াজ,
প্রবীণ-নবীন সবার প্রতি আহবান
আসুন ফিরিয়ে আনি যৌতুক মুক্ত সমাজ।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনকার মেয়েরা ছলাকলা কৌশল জানে ঠিকই ছলাকলা কৌশলে সব সময় সফলতা বয়ে আনেনা আনতে পারেনা। ছলাকলা কৌশলের সফলতায় শান্তি আছে এমন ধারণা ভুল!!!
আবুলের মেয়ে প্রেম করেনি এখানে সে ব্যর্থ!! আবুলের মেয়ে যদি প্রেমে পড়ত বা করতো তাহলে সে বেশ্যা উপাদী পেত গরীব ঘরের মেয়ে তাই।
ধনী ঘরের মেয়ে হলে প্রেমটা হয়ে যেত আধুনিক কালচার!
ঠিক বলেছেনঃ আদরের মেয়েটি যেন বাবার বোঝা।
তবে লালন পালন ইসলামী আদর্শে হলে তবে কোন বোঝা নয় বরং রাহমাহ, জান্নাহ।
জাযাকাল্লাহ খাইর
ইসলামী আদর্শ ধারণ করতে পরলে বোঝা নয় বরং রাহমাহ, জান্নাহ। পরিণত হবে।
আল্লাহ আমাদের বুঝার তাওফীক দান করুন, আমিন।
খুব ভালো লিখেছেন, মেসেজটি সুন্দর।
ভালো আওয়াজ শুনে যেন বাপরে বাপ!!
ধন্যবাদ, আপনাকে অনুভূতির জন্য। ভালো থাকবেন।
কবিতা লিখে অধিকার আদায় করা কঠিন বরং সংগ্রহে এমন কোনো ছেলে থাকলে তাকে বিনা যৌতুকে বিয়ে করানোতে রাজী করানোটা উপযুক্ত সমাধান হতে পারে!
আপনার সাথে একমত।
মন্তব্য করতে লগইন করুন