হ্যাকিং না কর্মকর্তাদের চুরিঃ একটি ছোট বিশ্লেষণ
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৯ মার্চ, ২০১৬, ১২:৩৪:৩২ দুপুর
বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি ৮০০ কোটি টাকা তহবিল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে হ্যাকিং বলে প্রচারণা চালানো হচ্ছে বেশ। কিন্তু নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ বাংলাদেশ ব্যাংক এবং অর্থমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ‘হ্যাকড’ হওয়ার কোনো প্রমাণ তারা পাননি।
ঘটনাটিকে শুরুতে ধামাচাপা দেয়ার নীতিই গ্রহণ করা হয়েছিল। দুই সপ্তাহ এ বিষয়ে নীরব ছিল বাংলাদেশ ব্যাংক। মিডিয়ায় বিষয়টি তখনই প্রকাশ পেল যখন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারের কারণে এটি আর গোপন করার কোন সুযোগ ছিল না। এতবড় লুটের ঘটনায় এরকম লুকোচুরির রহস্য কী? তবে কি বাংলাদেশ ব্যাংকের সেই বিশেষ কর্তারাই এ ঘটনায় জড়িত??
একটু পেছনে ফেরা যাক। মাসছয়েক আগের ঘটনা। ব্যাংক অব ইন্ডীয়ায় এদেশে কর্মরত এক ভারতীয় বাংলাদেশ ব্যাংকের লকারের টাকা হাতিয়ে নিয়ে ধরা পড়লে বাংলাদেশ ব্যাংকের জি.এম. সুকমল সিংহ চৌধুরী নিজের জিম্মায় ঐ ব্যক্তিকে মুক্ত করেন।
এবার দেখুন বাংলাদেশ ব্যাংকের শীর্ষপদে কারা কারা আছে। এরপর দুইয়ে দুইয়ে চার মিলান।
বাংলাদেশ ব্যাংকঃ
ডেপুটি গভর্ণরঃ ১) নির্মল চন্দ্র ভক্ত ২) শুভঙ্কর পদ সাহা ৩) বিষ্ণু পদ সাহা ৪) অশোক কুমার দে ৫) সুধীর চন্দ্র দাস ৬) দাসগুপ্ত অসীম কুমার ৭) গৌরাঙ্গ চক্রবর্তী
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মহাব্যবস্থাপক হিসেবে রয়েছেন- ১) প্রভাষ চন্দ্র মল্লিক ২) দেব প্রসাদ দেবনাথ ৩) স্বপন কুমার রায় ৪) দেব দুলাল রায় ৫) মনোজ কুমার বিশ্বাস ৬)মনোজ কুমার বৈরাগী ৭) দেবাশীষ চক্রবর্তী ৮) সুকমল সিংহ চৌধুরী ৯) মিহির কান্তি চক্রবর্তী ১০) শ্যামল কুমার দে
বিষয়: বিবিধ
১৮৮৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মহাব্যবস্থাপক হিসেবে রয়েছেন- ১) প্রভাষ চন্দ্র মল্লিক ২) দেব প্রসাদ দেবনাথ ৩) স্বপন কুমার রায় ৪) দেব দুলাল রায় ৫) মনোজ কুমার বিশ্বাস ৬)মনোজ কুমার বৈরাগী ৭) দেবাশীষ চক্রবর্তী ৮) সুকমল সিংহ চৌধুরী ৯) মিহির কান্তি চক্রবর্তী ১০) শ্যামল কুমার দে
সর্বনাশ !!! এরা লুট করবে নাতো কি করবে !!! জয় মা ভারত বলে তো দেশের গলায় ছুরি চালাচ্ছে.....তবে কিছু মুসলিম পুতুলও আছে যারা এদের কাজে জি হুজুর করে যাচ্ছে
আর ৪০০০ কোটি টাকা কোন ব্যাপার না হলে ৮০০ কোটি টাকা তো সামান্য ব্যাপার।
তবে তাদের এই গালিটা দেয়া উচিৎ নয়। আর আন্নেতো না জাইন্না দিছেন, আঁর দিয়েন্না ক্যান! @ পনি
ভাগিয়ে নিলো হাজার কোটি, শত জনমের এক কামাই।
মন্তব্য করতে লগইন করুন