- জারজ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মার্চ, ২০১৬, ০১:১২:৪৫ দুপুর
বিজার্ভ ব্যাংক ফুটো করে
খাচ্ছো যারা রাত্রিদিন
হাত কাঁপেনা বুক কাঁপেনা
হৃৎপিন্ডটার খবর নিন।
কেমন করে পারছো তোমরা
লুটেপুটে খাচ্ছো বেশ
একটু যদি রাখতে খেয়াল
যাচ্ছে হেলে বাংলাদেশ।
লাল সবুজের পতাকা আর
ষোল কোটির বিশ্বাসে
কেমন করে খেললে জুয়া
আটকায়নি আর নিঃশ্বাসে।
এই মাটিতেই জন্ম নিয়ে
মাটির সাথেই বেঈমানি
সন্দেহ হয় জন্ম তোদের
কোন জারজের খান্দানি।
বিষয়: বিবিধ
৮২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন