হারাম, না জায়েজ হিল্লা বিবাহ ছাড়াই সংসার পুন-রুদ্ধার !

লিখেছেন লিখেছেন মুসলমান ১২ মার্চ, ২০১৬, ১০:০৬:৪১ সকাল

ঢাকা বিমান বন্দরে কর্মরত জনৈক কর্মকর্তা, রাগের মাথায় স্ত্রীর প্রতি তিন তালাক উচ্চারণ করেন।

পরক্ষণেই স্বাভাবিক হ’লে নিজের ভুল বুঝতে পারেন। কিন্তু উপায় কি? স্ত্রী ফিরে পাবার আশায় ছুটতে লাগলেন রাজধানী ঢাকার নামকরা সব আলেমের নিকটে। সকলেরই একই কথা, স্ত্রী তালাক হয়ে গেছে। ফিরে পাওয়ার কোন পথ নেই ‘হিল্লা’ ব্যতীত।

-

এদের মধ্যে জনৈক টিভি ব্যক্তিত্ব ও দেশ-বিদেশে খ্যাতিমান আলেম বললেন,

-’হানাফী মাযহাবের ফৎওয়া অনুযায়ী আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু বাস্তবে আপনার স্ত্রী তালাক হয়নি। তবে এই ফৎওয়া আমরা দিতে পারব না। যেহেতু আমরা একটি মাযহাবের প্রতিনিধিত্ব করি এজন্য আমাদের জন্য এই ফৎওয়া দেওয়া দুষ্কর। আমি আপনাকে একটি পথ দেখিয়ে দিতে পারি, যাতে আপনি স্ত্রী ফেরত নিতে পারেন। রাজশাহীতে একজন বড় আলেম আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর। নাম ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তাঁর নিকটে গেলে তিনি কুরআন-হাদীছের দলীল সহ আপনাকে এ বিষয়ে সঠিক ফৎওয়া দিতে পারবেন।’

-

পরামর্শ পাওয়া মাত্রই পরের দিন বিমান যোগেই তিনি চলে আসেন রাজশাহীতে। তকো ‘তালাক ও তাহলীল’ বইটা দেওয়া হ’ল। বইটি পাঠেই তার মনে আশার সঞ্চার হল। অতঃপর দারুল ইফতার প্যাডে আসাদুল্লাহ আল-গালিব এর স্বাক্ষরিত দলীল ভিত্তিক লিখিত ফৎওয়া পেয়ে তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। পরদিনের বিমানে ফিরে গেলেন ঢাকা। ফৎওয়া অনুযায়ী এক তালাকে রাজঈ হওয়ায় স্ত্রী ফিরিয়ে নিলেন। এখনও তাদের সুখী দাম্পত্য জীবন চলছে...!

-

উৎস-

ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

প্রবন্ধঃ সমাজ সংস্কারে আত-তাহরীক-এর ফৎওয়া সমূহের ভূমিকা।

মাসিক আত-তাহরীক, মার্চ ২০১৬

বিষয়: বিবিধ

১৩৯৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362220
১২ মার্চ ২০১৬ দুপুর ১২:০১
এলিট লিখেছেন : The idea of "hilla" marriage is wrong in our society. To know the correct "hilla" system - click this link
১৩ মার্চ ২০১৬ সকাল ১১:২৮
300228
মুসলমান লিখেছেন : জি পড়লাম। ভাল লাগল। তবে কুরআন-হাদীসের কোন দলিল নাই। থাকলে ভাল হতো।
362239
১২ মার্চ ২০১৬ দুপুর ০২:৪২
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো আপনাকে ধন্যবাদ। আমরা মাজহাবের ভ্রান্তির বেড়াজালে আটকে আছি। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম জানার তাওফিক দিন।
১৩ মার্চ ২০১৬ সকাল ১১:৩১
300229
মুসলমান লিখেছেন : জাঝাকাল্লাহ। সঠিক বলেছেন। মাযহাবের বেড়াজাল ছিন্ন করে বের হতে না পারলে সঠিক ইসলাম খুঁজে পাওয়া দূষ্কর।
362276
১২ মার্চ ২০১৬ রাত ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : শতভাগ সঠিক হয়েছে৷ধন্যবাদ৷
১৩ মার্চ ২০১৬ সকাল ১১:৩২
300230
মুসলমান লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান।
362285
১২ মার্চ ২০১৬ রাত ১১:২৪
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
১৩ মার্চ ২০১৬ সকাল ১১:৩৩
300231
মুসলমান লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান।
362290
১৩ মার্চ ২০১৬ রাত ১২:৪৯
সত্যের বিজয় লিখেছেন : একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়। উক্ত ব্যক্তির হিলা ছাড়া স্ত্রী গ্রহন হারাম হয়েছে।
১৩ মার্চ ২০১৬ সকাল ১১:৩৩
300232
মুসলমান লিখেছেন : আল্লাহ আমাদের সঠিকটা জানার তাওফিক দান করুন।
362308
১৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৪
হতভাগা লিখেছেন : কর্মকর্তা সাহেব কি বিমান বন্দরে শত শত লোকের সামনেই এই তালাক উচ্চারণ করেছিলেন ?
১৪ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৫
300342
মুসলমান লিখেছেন : তার স্ত্রী বিমানবন্দরে নয় বাসায় থাকেন। সুতরাং ঘটনা বাসায় ঘটার কথা।
362322
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বই মানুষের মনে চিন্তা এনে দেয়। অভিঙ্গতার ফুল ফুটিয়ে দেয়।
১৪ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৫
300343
মুসলমান লিখেছেন : সত্য সুন্দর বলেছেন।
362348
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন :
রাগের মাথায় স্ত্রীর প্রতি তিন তালাক উচ্চারণ করেন।


ফৎওয়া অনুযায়ী এক তালাকে রাজঈ হওয়ায় স্ত্রী ফিরিয়ে নিলেন।


উনিতো তিন তালাক দিয়েছেন, কিন্তু এখানে সমধানতো এক তালাকের হয়েছে, বাকি দুই তালাক?
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
300282
শেখের পোলা লিখেছেন : গাজী ভাই, এক অবস্থানে একই বার৷ হাজার তালাক বললেও এক তালাকই হয়৷ কিছু মুফতি বিষয়টাকে আমাদের মাথায় ভুল পুশকরে দিয়েছেন৷ তাই এখানে আমরা হিলার কথা বলছি৷আসলে তার প্রয়োজন নেই৷
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
300286
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওইতো, ঐসব আলেমদের অবস্থা হচ্ছে, জানেনা হুনেনা কালু, ঘোড়ার আন্ডারে কয় মোম আলু!
১৪ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৫
300344
মুসলমান লিখেছেন : শেখের পোলা ভাই ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File