হারাম, না জায়েজ হিল্লা বিবাহ ছাড়াই সংসার পুন-রুদ্ধার !
লিখেছেন লিখেছেন মুসলমান ১২ মার্চ, ২০১৬, ১০:০৬:৪১ সকাল
ঢাকা বিমান বন্দরে কর্মরত জনৈক কর্মকর্তা, রাগের মাথায় স্ত্রীর প্রতি তিন তালাক উচ্চারণ করেন।
পরক্ষণেই স্বাভাবিক হ’লে নিজের ভুল বুঝতে পারেন। কিন্তু উপায় কি? স্ত্রী ফিরে পাবার আশায় ছুটতে লাগলেন রাজধানী ঢাকার নামকরা সব আলেমের নিকটে। সকলেরই একই কথা, স্ত্রী তালাক হয়ে গেছে। ফিরে পাওয়ার কোন পথ নেই ‘হিল্লা’ ব্যতীত।
-
এদের মধ্যে জনৈক টিভি ব্যক্তিত্ব ও দেশ-বিদেশে খ্যাতিমান আলেম বললেন,
-’হানাফী মাযহাবের ফৎওয়া অনুযায়ী আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কিন্তু বাস্তবে আপনার স্ত্রী তালাক হয়নি। তবে এই ফৎওয়া আমরা দিতে পারব না। যেহেতু আমরা একটি মাযহাবের প্রতিনিধিত্ব করি এজন্য আমাদের জন্য এই ফৎওয়া দেওয়া দুষ্কর। আমি আপনাকে একটি পথ দেখিয়ে দিতে পারি, যাতে আপনি স্ত্রী ফেরত নিতে পারেন। রাজশাহীতে একজন বড় আলেম আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর। নাম ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তাঁর নিকটে গেলে তিনি কুরআন-হাদীছের দলীল সহ আপনাকে এ বিষয়ে সঠিক ফৎওয়া দিতে পারবেন।’
-
পরামর্শ পাওয়া মাত্রই পরের দিন বিমান যোগেই তিনি চলে আসেন রাজশাহীতে। তকো ‘তালাক ও তাহলীল’ বইটা দেওয়া হ’ল। বইটি পাঠেই তার মনে আশার সঞ্চার হল। অতঃপর দারুল ইফতার প্যাডে আসাদুল্লাহ আল-গালিব এর স্বাক্ষরিত দলীল ভিত্তিক লিখিত ফৎওয়া পেয়ে তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। পরদিনের বিমানে ফিরে গেলেন ঢাকা। ফৎওয়া অনুযায়ী এক তালাকে রাজঈ হওয়ায় স্ত্রী ফিরিয়ে নিলেন। এখনও তাদের সুখী দাম্পত্য জীবন চলছে...!
-
উৎস-
ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।
প্রবন্ধঃ সমাজ সংস্কারে আত-তাহরীক-এর ফৎওয়া সমূহের ভূমিকা।
মাসিক আত-তাহরীক, মার্চ ২০১৬
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনিতো তিন তালাক দিয়েছেন, কিন্তু এখানে সমধানতো এক তালাকের হয়েছে, বাকি দুই তালাক?
মন্তব্য করতে লগইন করুন