বিডিআর হত্যাকাণ্ড আর রিজার্ভ এর টাকা লোপাট একই ষড়যন্ত্রের অংশ! !!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১২ মার্চ, ২০১৬, ০৮:২৮:৩৫ সকাল

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারীতে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমেই কুচক্রি হায়েনারা এদেশের দেশপ্রেমিক সূর্য সন্তানদের হত্যা করে দেশকে সম্পূর্ণ রূপে ভারতের করদ রাজ্যে পরিণত করার কাজ সম্পন্ন করেছিল | কারণ সেই সূর্য সন্তানরাই পারত দেশের সার্থ রক্ষা করার জন্য প্রয়োজনে ৭৫এর ১৫ আগস্টের মত স্বাধীনতার কপট নেতাদের সমূলে বিনাশ করতে।

হায়েনাদের দল সেদিন ভালোভাবেই তাদের মিশন সফল করেছে |

২০১৬ সালের কথিত স্বাধীনতার মাসে এসে তারা একই ভাবে বাংলাদেশের অর্থনীতির উপর আঘাত হেনেছে | বাংলদেশ ব্যাঙ্কের অভ্যান্তরে থেকেই যে ভারতের দালালরা একাজ করেছে তাতে কোনই সন্দেহ নেই। কারও রিজার্ভ থেকে টাকা স্থানান্তর এর গোপণ সুইফট কোড তারা ছাড়া বাইরের কেউ জানেনা | আর সব চেয়ে অবাক করা বিষয় হল বাংলাদেশ ব্যাংক এর সব চেয়ে গোপণ আর নিরাপত্তা বেষ্টিত কক্ষের সিসি ক্যামেরা কয়েকদিন যাবত অকেজো অবস্থায় ছিল | এত জরুরি একটি শাখার সিসি ক্যামেরা এত দীর্ঘ সময় অকেজো থাকল আর বিষয়টি সংশ্লিষ্ট শাখায় দায়িত্বরত কারও নজরেই আসলনা এটা কি বিশ্বাসযোগ্য?

আসলে বিডিআর হত্যাকাণ্ডের মতো দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেংগে দিতেই পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে |

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362240
১২ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৮
কুয়েত থেকে লিখেছেন : বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমেই এদেশের সূর্য সন্তানদের হত্যা করে দেশকে সম্পূর্ণ রূপে ভারতের করদ রাজ্যে পরিণত করার কাজ সম্পন্ন করেছিল|কারণ সেই সূর্য সন্তানরাই পারত দেশের সার্থ রক্ষা করার জন্য প্রয়োজনে ৭৫এর ১৫ আগস্টের মত স্বাধীনতার কপট নেতাদের সমূলে বিনাশ করতে। ১৫ই আগস্ট যে আর হবে না তাই নয়। বাংলার ইতিহাস পাল্টাবার লোক তৈরী হবেই হবে। আপনাকে ধন্যবাদ
362277
১২ মার্চ ২০১৬ রাত ০৮:৪৫
শেখের পোলা লিখেছেন : আরও অনেক কিছু হয়তো অপেক্ষা করছে৷ মনে রাখবেন মুশরিকরা কোনদিন মুমিনের বন্ধু হতে পারে না না না৷
362309
১৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৫১
হতভাগা লিখেছেন : ২০১০-২০১১ এ যে শেয়ার বাজার হতে ৬০০০০ কোটি টাকা লুট হয়ে গেছে সেটা কি কোন লিংক / যোগসূত্র পাবে না ?
362321
১৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লুটেরারা লুট করে যাবেই! অবাক হবার কিছু নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File