- আয়না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মার্চ, ২০১৬, ০১:০৯:০৫ দুপুর
						 
						 আমি কাঁদি সে কাদেঁ
আমি হাসি সে হাসে
খুব বুঝি ভালোবাসে সে আমাকে?
রোজ দেখি যাকে। 
দেখি তার চোখ
দেখি তার মুখ
ঠোট গাল সব দেখি, সে আমাকে
রোজ দেখি তাকে।  
চুলে কাটি সীঁথি 
গুনগুনে গীতি
কতো কথা মনে পড়ে হৃদয়ের বাঁকে
আমি দেখি, সে আমাকে।						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন