- জিম্মি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৩ মার্চ, ২০১৬, ১২:০৯:২৫ দুপুর
						 
						 
জিম্মি সবাই জিম্মি
আমলার কাছে প্রশাসন
গণতন্ত্র নির্বাসন
পাপ্পুর কাছে শাম্মী।
জিম্মি সবাই জিম্মি।।
সরকারের কাছে জনগণ
অসহায় খুব এখন
পাপ্পা যেমন অসহায়
রুদ্রমূর্তী মাম্মী।
জিম্মি সবাই জিম্মি।। 
নাইতো দেখার কেউ
কাঁদলে কেউ ভেউ
চশমা ফেলে হাতড়ে বেড়ায়
আশিতিপর ঠাম্মি।
জিম্মি সবাই জিম্মি।। 
রাখেন আপনার ছড়া
মেজাজ কিন্তু কড়া
চাল নাই চুলো নাই
তেতে আছে গিন্নী।
জিম্মি সবাই জিম্মি।। 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মুক্তির সে প্রত্যাশায়।
মন্তব্য করতে লগইন করুন