- দহন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৬:১১ দুপুর



রাত যেমন দিন বোঝেনা

দিন বোঝেনা রাত

ধনী বোঝেনা গরীব রোদন

বোঝে অজুহাত।

ভরা পেট ক্ষুধা বোঝেনা

ক্ষুধা বোঝেনা সময়

থাকলে পয়সা কেউকি আর

পুষে রাখে প্রলয়।


মিরু বোঝেনা এক শালিকের

রাত জাগার গল্প

ভিরু বোঝেনা স্বপ্ন জয়ের

সাহস লাগে অল্প।

কেউ বোঝেনা কারো জ্বালা

পুড়ে সবাই একা

জ্বলেপুড়েই খাটি সোনা

মিছে হস্ত রেখা।


বিষয়: বিবিধ

৮৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360240
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটু গাঁজা পোড়ালেই সব সমান হয়ে যাবে!!
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৬
298557
বাকপ্রবাস লিখেছেন : আহ্
360245
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভরা পেট ক্ষুধা বোঝেনা

ক্ষুধা বোঝেনা সময়

থাকলে পয়সা কেউকি আর

পুষে রাখে প্রলয়।
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৩
298560
বাকপ্রবাস লিখেছেন : হ, খিদা লাগছে কিন্তু খাবার নাই, পেটের মধ্যে প্রলয় শুরুCrying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File