আমার গুনাহ এবং আমার অশ্রু

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৫:৩৮ দুপুর



গুনাহের ভারে একদিন আমি কেঁদে ওঠেছিলাম। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তখন উষ্ণ চোখের জল আমায় জিজ্ঞেস করে, "আল্লাহ'র বান্দা, তুমি কাঁদছ কেনো?"

আমি বললাম, "তুমিও যে বয়ে এলে?"

সে বলে, "তোমার হৃদয়ের অগ্নি-উত্তাপ আমাকে তাড়িয়ে বেড়াল, তাই!"

আমি বললাম, "কী এমন ব্যথা যা আমার মনে তীব্র দাহ তৈরি করেছে?"

"তোমার গুনাহ"

"আচ্ছা! গুনাহের কারণে মন অগ্নিদগ্ধ হয়?"

"হুম...। তুমি শোনোনি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, 'ও আল্লাহ, আমার পাপগুলোকে শীতল ও ঠাণ্ডা পানিতে ধুয়ে দাও!' যখনই বান্দা কোনো গুনাহে লিপ্ত হয়, তার অন্তর আগুনে জ্বলতে থাকে। আর পানি ছাড়া আগুনকে কীভাবে নেভাবে তুমি?"

"ঠিক বলেছ। আমি সবসময় মনে তীব্র হতাশা আর কষ্ট অনুভব করি। হয়ত গুনাহের কারণে হৃদয় তপ্ত হয় বলেই এমন অধীরতা!"

"হুম...। গুনাহগার ব্যক্তি তার মনে সদা অস্থিরতা ও অমঙ্গল অনুভব করে। তাই আল্লাহ'র কাছে তওবা কর, বন্ধু!"

"আচ্ছা, আমার একটি প্রশ্ন ছিল!"

"বলো"

"আমার মন যে কঠোর হয়ে গেছে। কোনো কিছুতেই কাঁদতে চায়না! তুমি কীভাবে তবু গড়াতে পারলে?"

"বন্ধু, এটা সহজাত ব্যপার! মানুষের মন যেন পাথর হয়ে গেছে। সবসময় আল্লাহ'র ধ্যানে মগ্ন হৃদয় বর্তমানে পাওয়াই যায়না। তবে কিছু তো ব্যতিক্রম হয়-ই!"

“আচ্ছা, মানুষের এমন উদাসীনতার কারণ কী?"

"দুনিয়ার মোহ। মানুষের প্রবৃত্তি তাকে সবসময় দুনিয়ার প্রেমে নিবিষ্ট রাখে- এটিই স্রষ্টার ভালবাসা থেকে তার দূরে সরে যাওয়ার কারণ। মনে কর, দুনিয়া একটি মসৃণ সাপের মত। সবাই এর কোমলতা দেখে মুগ্ধ হয়। অথচ এর মৃত্যুস্পর্শী (সর্বনাশা) বিষের কথা ভুলে যায়"

"ও... আচ্ছা; এই 'বিষ' দিয়ে তুমি কী বুঝাতে চাইলে?"

"পাপ, অপরাধ, গুনাহ। অন্তরের বিষ হল এর পাপকর্মগুলো। সেগুলোকে বিতাড়িত করতে হবে। অন্যথায় হৃদয় মৃত্যু-কোলে ঢলে পড়বে"

"তাহলে বলো, আমরা আমাদের কলুষিত মনকে কিভাবে পবিত্র করতে পারি?"

"খুব সহজ। আল্লাহ'র ওই বাণীটি পড়ে দেখো, তিনি বলেছেন; 'যারা অন্যায় কাজে লিপ্ত হয়, অথবা নিজেদের ওপর অবিচার করে, সে অবস্থায় তাঁরা আল্লাহ্‌কে স্মরণ করে। তাঁরা তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আল্লাহ ব্যতিত আর কে তাঁদেরকে ক্ষমা করবে? তাঁরা জেনেশুনে নিজেদের কর্মের ওপর জেদ ধরে থাকেনা'।"

অতএব, যখনই ইচ্ছা-অনিচ্ছায় কোনো ভুল করে ফেলো, আল্লাহ’র কাছে তওবা করবে। তিনি তাঁর ক্ষমার অনুগ্রহ থেকে কখনো তোমায় বিমুখ করবেন না।

('তারীকুল জান্নাত' পেইজ থেকে অনুবাদকৃত)

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360264
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪১
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো লেখাটি ধন্যবাদ আপনাকে
360271
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার অনুভূতি ব্যক্ত করেছেন বলে কৃতজ্ঞতা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File