- সূর্যের দেশে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১৭:৪৪ দুপুর



সূর্যতো উঠেনা পৃথিবীটা ঘুরে

ঘুরেঘুরে রাতদিন আসে এক সূরে।

সূর্যের চারদিকে অক্ষপথ ধরে

দুইভাবে পৃথিবী ঘুরছে ঠিক করে।

পৃথিবীর আলো নেই চাঁদেরও তায়

সূর্য থেকে ধার নিয়ে নিজকে সাজায়।

পৃথিবীটা ঘুরছে নিচ্ছেনা বাক

জীবজগৎ বুকে তার রেখে ঠিকঠাক।


সূর্যের দেশে চল যাবে নাকি ভাই

কাছে গেলে জ্বলেপুড়ে হয়ে যাবে ছাই

দূরত্বটা তাই বেশী পৃথিবী থেকে

পনের কোটি কিলোমিটার ব্যবধান রেখে।

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359896
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাঁদ ছেড়ে সূর্য। কেইস টা রইল উহ্য!
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৪৭
298318
বাকপ্রবাস লিখেছেন : সূর্যের আলোতে চাঁদের বাহাদুরি
আমি তাই সূর্যের গুণগান করি
361328
০৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৪
আশাবাদী যুবক লিখেছেন : লিখতে থাকুন ভাই
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২২
299454
বাকপ্রবাস লিখেছেন : Happy Happy Happy Happy আশাবাদী !!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File