- সূর্যের দেশে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:১৭:৪৪ দুপুর
সূর্যতো উঠেনা পৃথিবীটা ঘুরে
ঘুরেঘুরে রাতদিন আসে এক সূরে।
সূর্যের চারদিকে অক্ষপথ ধরে
দুইভাবে পৃথিবী ঘুরছে ঠিক করে।
পৃথিবীর আলো নেই চাঁদেরও তায়
সূর্য থেকে ধার নিয়ে নিজকে সাজায়।
পৃথিবীটা ঘুরছে নিচ্ছেনা বাক
জীবজগৎ বুকে তার রেখে ঠিকঠাক।
সূর্যের দেশে চল যাবে নাকি ভাই
কাছে গেলে জ্বলেপুড়ে হয়ে যাবে ছাই
দূরত্বটা তাই বেশী পৃথিবী থেকে
পনের কোটি কিলোমিটার ব্যবধান রেখে।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তাই সূর্যের গুণগান করি
মন্তব্য করতে লগইন করুন