মওদুদীবাদের স্বরুপ উদঘাটন..! মওদূদী কি ফেকার কোন ঈমাম ..? না কি মওদূদীবাদ ইসলামের কোন অংশ..? তাহলে উদঘাটন টা কি..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:০৭:২১ দুপুর

কাকে খুশি করার জন্য এই উদঘাটন ..? এবং উদঘাটন টা কি করবে এবং কে করবে? এবং তা কারা করাচ্ছেন..? খতমে বুখারী পরে ৫০০ টাকা পায়না অথচ ৪ কোটি টাকার লোভ সামলায় কি করে..!

মওদুদীবাদের স্বরুপ উদঘাটন..! মওদূদী কি ফেকার কোন ঈমাম ..? না কি মওদূদীবাদ ইসলামের কোন অংশ..? তাহলে উদঘাটন টা কি..? শয়তানি করার আর জায়গা পায়নি এই বাংলাদেশ ছাড়া।

আমার দেশে কিছু লেবাসধারী শয়তানের এজেন্ট আছে নিজেদের ঈমান, আকীদা নাস্তিক্যবাদীদের কাছে বন্ধক রেখে, কায়েমি স্বার্থ নিয়ে প্রতিনিয়ত মওদুদীবাদের স্বরুপ উদঘাটন এর নামে মুসলমানদের ঐক্যকে বিচ্ছিন্ন করে দিচ্ছে!

বর্তমানে সারা বিশ্বে যখন মুসলানরা নির্যাতিত, নিপিড়িত, চারদিকে মজলুমের কান্নায় ভারী হচ্ছে আকাশ -বাতাস আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও চলছে এক চরম মানবীয় সংকট

যেখানে আধিপত্যবাদের দালালদের থাবায় প্রতিদিন মানুষ খুন করা হচ্ছে! যেখানে অত্যন্ত সুকৌশলে ইসলাম কে এ দেশ থেকে তুলে দিয়ে সম্পূর্ণ সেকুলার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে!

যেখানে প্রতিদিন চলছে তথাকথিত বন্ধুকযুদ্ধ নামে মেধাবী ছাত্রদের হত্যা! যেখানে চলছে ধর্মনিরপেক্ষ মতবাদের আস্ফালন!

টিক সেই মুহূর্তে একশ্রেণীর আলেম নামধারী উলামায়ে ছু গং, কিছু ফতুয়াবাজ দুষ্টু লেবাসধারী শয়তানের এজেন্ট প্রত্যক্ষভাবে নাস্তিকদের পক্ষে, মানব রচিত মতবাদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিনিয়ত মুসলমানদের ঈমান ও আকীদা কে চুরি করছে!

বিশেষ করে সাধারণ কুরআন প্রেমিক জনতাকে ইনিয়ে -বিনিয়ে, মনের মাধুরী মিশিয়ে ইসলামী আন্দোলন কে ব্যার্থ করার ষড়যন্ত্রে মত্ত!

এইজন্যে তারা আধিপত্যবাদের দালালদের কাছ থেকে আকাশ চুম্বী হাদিয়া, তুহফা পাচ্ছে!

যার বাজার মূল্য এখন কোটি টাকার উপরে!

মাওলানা মওদুদী (রঃ) এর বিরুদ্ধে তারা এতো এতো ফতুয়া দিচ্ছে যেন তারা মওদুদী নামক সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। প্রতিবছর ফেব্রুয়ারি মাস আসলেই সিলেটের রেজিস্টারি মাঠে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে কিছুসংখ্যক আলেম নামধারী উচ্ছিষ্ট, দেওবন্দের নাম চুরি করা কিছু সরকারি দালাল "মওদুদী, জামায়াত -শিবির সম্পর্কে বয়ান পেশ করেন ।

এই তথাকথিত স্বরুপ উদঘাটন প্রোগ্রাম বাস্তবায়ন বাবত তারা সরকারের পক্ষ থেকে গত বছর ৪ কোটি টাকা হাদিয়া পেয়েছেন!

নিজেদের চরিত্রের বালাই নাই তারা আসে অন্যের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে! নিজেদের ঈমান, আকীদা, তাহজিব -তামাদ্দুনকে নাস্তিকদের কাছে বিক্রি করে তারা সুফি, সাধক, সাধু সাজতে চান।

এই সকল ভন্ডামী, শয়তানী মানুষের সামনে পরিষ্কার!

তাই আসুন নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি না করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ঐক্যকে মজবুত করি!

আমরা যদি এক হই তাহলে ঐ সকল বাতিল সয়তানী আধিপত্যবাদের ধ্বজাধারীরা পালানোর পথ খুজে পাবেনা! আজ ভন্ড কিছু ওলামায়ে ছু এর কারনে ইসলাম সগৌরবে প্রতিষ্ঠা নেই।

বিষয়: বিবিধ

২০২৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359871
১৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৭
চেতনাবিলাস লিখেছেন : খাঁটি কথাই লিখেছেন ভাইজান | অনেক ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যেসব নামধারী আলেম মাওলানা মওদুদী (র) এর বিরুদ্ধে কাজ করে তারা সত্যিকারের ইসলাম ও মুমিন মুসলমানদের বিরুদ্ধেই তাদের শক্তি নিয়োগ করে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৩
298307
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর এবং তাৎপর্য পূর্ণ মন্তব্যটির জন্য। আমাদের দেশের দান্দাবাজ ভন্ড ওলামায়ে ছু তথা ভন্ড আলেমদের কারনেই আমাদের দেশে ইসলামের এই দুরাবস্থা।
359876
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন এবং সময়উপযুগি লেখা লিখেছেন
যেসব নামধারী আলেম মাওলানা মওদুদী (র) এর বিরুদ্ধে কাজ করে তারা সত্যিকারের ইসলাম ও মুমিন মুসলমানদের বিরুদ্ধেই তাদের শক্তি নিয়োগ করে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৬
298309
কুয়েত থেকে লিখেছেন : মওলানা মওদূদীর অপরাধ হলো তিনি বলেছিলেন, আমি দেখিনি কোন মাওলানা কি বলেছেন, দেখিনি আমি কোন পির কি বলেছেন, আমি দেখেছি আল্লাহ কি বলেছেন এবং তার প্রিয় হাবিব নবীজি(সাঃ)কি করেছেন। এই কথাটাই তথাকতিত মাওলানা আর পিরদের সয্য হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে
359879
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:০১
খোঁচা বাবা লিখেছেন : সকল অশান্তি মতবাদ আস্তাখুরে পতিত হোক।
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১০
298310
কুয়েত থেকে লিখেছেন : মানব রচিত সকল মতবাদই এক মাত্র অশান্তির মুল কারণ। ইসলামই এক মাত্র শান্তি ও নিরাপত্বার রক্ষাকবচ। ধন্যবাদ আপনাকে
359883
১৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
জিসান এন হক লিখেছেন : মওদুদীবাদের স্বরুপ উদঘাটন এর নামে মুসলমানদের ঐক্যকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মুল উদ্দেশ্য।
১৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৪
298316
কুয়েত থেকে লিখেছেন : জি আপনার কথাই টিক। আলেম নামের কিছু দান্দাবাজরা অর্থের জন্য সব কিছুই করে তা কিন্তু ইসলামের বিরাট ক্ষতি করছেন ওরাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ
359897
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সরুপ উদঘাটন করতে গিয়ে প্রায়ই নিজেদের বিরূপ টাই দেখিয়ে দেয়।
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫১
298386
কুয়েত থেকে লিখেছেন : হাঁ ওরা নিজেরাই নিজেদের ক্ষতি করছে কিন্তু তারা তা বুঝেতে পারে তখন যখন আর কাজে আসবে না। ধন্যবাদ আপনাকে
359917
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:২৯
শেখের পোলা লিখেছেন : যুক্তিতে হারা মানুষ নিজের ইজ্জত খোঁজে আওয়াজ উঁচু করে৷ এরা তারা৷ধন্যবাদ৷
২০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৩
298387
কুয়েত থেকে লিখেছেন : দোয়া করুন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমরা এর বেশী আর কি করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File