একুশে ফেব্রুয়ারী না ৮ ফাল্গুন??

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:২৪:৫৭ দুপুর



একুশে ফেব্রুয়ারী এলে মনে পড়ে আজও

মায়ের ভাষা, প্রাণের ভাষার মান রক্ষার্থে

বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছিলো রাজপথে

এ জাতির শ্রেষ্ঠ ক’জন বীর সন্তান

সালাম, রফিক, বরকত, শফিক,জব্বার..

তাদের জানাই ফুলেল শ্র্রদ্ধা ও সালাম।

(রূহের মাগফেরাত কামনা করি মহান আল্লাহর কাছে)



.............................................

সেই শৈশবে যখন একুশ আসত

ছুেটে যেতাম পুর্বদিকে মেঠোপথ মাড়িয়ে,

ধানক্ষেত, খাল-বিল, এঁদো-ডোবা পথ পেরিয়ে

পলাশ ফুলের মালা গেঁথে শহীদ বেদীতে অর্পণ করার জন্য

জীবনের ঝুঁকি নিয়ে আরোহন করতাম পলাশ বৃক্ষে।

প্রভাত ফেরীতে যাওয়ার অপেক্ষায় সারারাত নিদ্রাহীন

একস্কুল থেকে অন্য স্কুলে, সকল ছাত্র-শিক্ষক,

অতঃপর নিজ বিদ্যালয়ে ভাষা শহীদদের কীর্তি গাঁথা আলোচনা মঞ্চে

হলরুম ভর্তি বিশিষ্টজনেরা, চলে কথার ফুলঝুরি।

ক্যামেরা ম্যানের ক্লিক, আলোকচ্ছটা, অতি ব্যস্ততা

আগামীদিনের পত্রিকায় শিরোনাম

চলে যায় পুরোদিবস স্মৃতি রোমন্থনে।

সেই একুশ আজ বিশ্বসভায় আপন মহিমায়,

আমরা তোমাদের ভুলিনি, তোমাদের রক্ত বৃথা যায়নি।

তবে, একটা বেদনা মনের গহীনে অনুভুত হয়,

৮ ফাল্গুনের রক্তমাখা দিনটি একুশ কি করে হল?

জীবনপাত হল, শহীদ হল বাংলা ভাষার তরে,

একুশে ফেব্রুয়ারী তথা ইংরেজী ভাষার তরে তো নয়!

এমন করে কেউ ভাবে কি না জানি না.

আর “বাংলা একাডেমী” নামের ‘বাংলিশ’ শব্দটা

কি স্ববিরোধিতায় পড়ে না!




.................................

তুমি একুশ-ই হও আর ৮ ফাল্গুন হও

তুমি আছো চেতনার গভীরে,

সমগ্র বিশ্ব মানবের হৃদয়ে পরম শ্রদ্ধা ভরে।

*****

বিষয়: সাহিত্য

১৭৮৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359877
১৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাংলা একাডেমি, ২১ শে ফেব্রুয়ারী, নাম বাংলিশ হোক অথবা সাচ্ছা বাংলা হোক, বাংলা ভাষার প্রতি যাদের দরদ আছে, তা থাকবেই। আমরা মাসের নাম ইংরেজিতেই বলি, এবং এভাবে বলেই অভ্যস্ত, কিন্তু ভাষার প্রতি দরদ ষোলআনাই আছে।

ধন্যবাদ, অনুভূতি, ভালবাসার সুন্দর প্রকাশ ঘটিয়েছেন।
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০১
298542
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ প্রিয় গাজী ভাই, সুচিন্তিত মতামত প্রদান করার জন্য।
359884
১৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : আমরা 'পরের পোলা মোটা দেখি'৷ তাই ইংরেজী ভাষায় বাংলা র গান গাই৷ আফ্রিকান দিয়ে বাংলা গান গাওয়াই৷ নিজেরা পারিনা৷ ধন্যবাদ৷
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০১
298543
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ শেখ সাহেব।Good Luck Good Luck
359898
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাষ্ট্রিয় কার্যক্রমে যে ক্যালেন্ডার স্বিকৃত সেটাই অনুসরন করতে হবে!!
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০২
298544
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম, বুঝেছি জনাব।
359926
১৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:২২
হতভাগা লিখেছেন : ভাষা আন্দোলনের সুত্রপাত হয়েছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেবার বিপরীতে । তাই উর্দুর প্রতি বিদ্বেষ ছিলই ।

ফেব্রুয়ারী ইংলিশ শব্দ বিধায়, ইংলিশ ভাষার সাথে কোন কনফ্লিক্ট নেই বিধায় আর ইংরেজী আন্তর্জাতিক ভাষা বিধায় এ ভাষা নিয়ে কাব যাব করলে পৃথিবীতে টেকাই যাবে না - ফলে শব্দ চয়নে ফেব্রুয়ারীকে নেওয়া হয়েছে । আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে চালিয়ে নিতে ফেব্রুয়ারীও একটা ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করেছে ।

আর আসল কারন হচ্ছে :

ফেব্রুয়ারী এর সাথে আমি কি ভুলিতে পারি - ছন্দটা মিলে যায় ।
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৩
298545
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনন্য সুন্দর আপনার মন্তব্যটি। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ ভাগ্যবান ভাই।
359973
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৯
বিবর্ন সন্ধা লিখেছেন : বেশ ভালো একটা ভাবনা
ভালো লাগলো Applause Good Luck
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৩
298546
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
359982
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৮
সন্ধাতারা লিখেছেন : Chalam. Valuable writing. Jajakallahu khair.
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৪
298547
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ-সুন্দর মন্তব্য প্রদান করার জন্য..
360160
২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার সুন্দর কবিতাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৫
298548
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ মামুন ভাই।
360164
২২ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫৭
আবু জান্নাত লিখেছেন :
আর “বাংলা একাডেমী” নামের ‘বাংলিশ’ শব্দটা কি স্ববিরোধিতায় পড়ে না!

সুন্দর বলেছেন, আসলে সব ব্যবসায়ীর দল। যে যেভাবে পারে চেতনা ব্যবসা চললেই হল।

২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০৬
298549
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঠিক বলেছেন-এখন দিবস এখন ব্যবসায়ীদের খপ্পরে পড়েছে।
360563
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
চমতকার বিষয় নির্বাচন করেছেন অনেক ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০৫
298813
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও প্রিয় অনুভুতি রেখে যাওয়ার জন্য..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File