- বুকজ্বলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৪৫:৫০ দুপুর
বুকটা আমার জ্বলে শুধু বুকটা আমার জ্বলে
সকাল বিকেল রাত দুপুর কিংবা সন্ধ্যা হলে।
চলতে ফিরতে উঠতে বসতে থামছেনা আর জ্বলা
কেমন জ্বলা জ্বলছে বুকে বুঝিয়ে যায়না বলা।
বলল সবাই ডাক্তার দেখাও ব্যাপার সমান্য
ডাক্তার বলল পথ্য দিলাম চলবেনা অমান্য।
পেট ফাঁপা হলে এমন বুকে জ্বালা ধরে
অষুধ দিলাম কাজ না হলে এক্সরে দেব পরে।
সকাল বিকেল খেয়ে গেলাম বাড়লো জ্বলা আরো
এক্সরে রিপোর্ট দেখে ডাক্তার ধরল জ্বলা তারও।
কিছুইতো নেই সেই রিপোর্টে ভীষণ সাদামাটা
শুরু হলো কারন খোঁজার ফাইল পত্তর ঘাটা।
বলুন দেখি বুকের মাঝে পাথর চাপার মতো
এমন কিছু আছে নাকি চাপছে অবিরত?
ঠিক বলছেনে ঠিক তায় চাপছে যেন বুকে
পাথরটাকে সরানো গেলে লেটা যেতো চুকে।
ঠিক বুঝেছি কারো সাথে ছিলো বুঝি ইয়ে
অন্যকারো সাথে বুঝি হয়ে গেছে বিয়ে?
ভীষণ ভালো বাসতাম তাকে বুঝলনাতো আর
তার জন্যেই বুকটা আমার জ্বলেপুড়ে ছারখার।
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
1 + 0 + 1 খালি পেটে ২ মাস
মন্তব্য করতে লগইন করুন