- বুকজ্বলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৪৫:৫০ দুপুর



বুকটা আমার জ্বলে শুধু বুকটা আমার জ্বলে

সকাল বিকেল রাত দুপুর কিংবা সন্ধ্যা হলে।

চলতে ফিরতে উঠতে বসতে থামছেনা আর জ্বলা

কেমন জ্বলা জ্বলছে বুকে বুঝিয়ে যায়না বলা।

বলল সবাই ডাক্তার দেখাও ব্যাপার সমান্য

ডাক্তার বলল পথ্য দিলাম চলবেনা অমান্য।

পেট ফাঁপা হলে এমন বুকে জ্বালা ধরে

অষুধ দিলাম কাজ না হলে এক্সরে দেব পরে।


সকাল বিকেল খেয়ে গেলাম বাড়লো জ্বলা আরো

এক্সরে রিপোর্ট দেখে ডাক্তার ধরল জ্বলা তারও।

কিছুইতো নেই সেই রিপোর্টে ভীষণ সাদামাটা

শুরু হলো কারন খোঁজার ফাইল পত্তর ঘাটা।

বলুন দেখি বুকের মাঝে পাথর চাপার মতো

এমন কিছু আছে নাকি চাপছে অবিরত?

ঠিক বলছেনে ঠিক তায় চাপছে যেন বুকে

পাথরটাকে সরানো গেলে লেটা যেতো চুকে।


ঠিক বুঝেছি কারো সাথে ছিলো বুঝি ইয়ে

অন্যকারো সাথে বুঝি হয়ে গেছে বিয়ে?

ভীষণ ভালো বাসতাম তাকে বুঝলনাতো আর

তার জন্যেই বুকটা আমার জ্বলেপুড়ে ছারখার।

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359829
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এসিডিক নারি!!
১৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৪
298291
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Tongue
359943
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৭
হতভাগা লিখেছেন : Cap. Chekamycin 500mg

1 + 0 + 1 খালি পেটে ২ মাস

১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৮
298340
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
361330
০৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৭
আশাবাদী যুবক লিখেছেন : অসাধারণ লিখেছেন ৷ তবে দু একটা বানান ভুল হয়েছে ৷ ঠিক করে নিলে ভালো হয় ৷
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২১
299453
বাকপ্রবাস লিখেছেন : বানার ভুল আামর নিত্য সংগী, সবাই কথাটা বলেন, কোন একদিন সময় পেলে বাছাই করা লিখাগুলো হয়তো আবার ঝালায় হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File