সাধু সাবধান!! আপনার স্ত্ৰীও ধর্ষিত হতে পারে!!
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩৯:১৭ দুপুর
"আজ ৩-৪ দিন ধরে বুকে কেমন যেনো একটা ব্যাথা অনুভুত হচ্ছে, গোসলের সময়, তানিয়া আহমেদ" স্তনের দিকে,খেয়াল করে স্তনটা কেমন অস্বাভাবিক হয়ে গেছে। স্তনের ভেতরে কেমন যেনো জমাট বাধা!। স্বামীকে বিষয়টা জানাতে আর দেরী করেনি, তানিয়া আহমেদ। স্বামী ইশতিয়াক আহমেদও বিষয়টা শুনার সাথে, সাথেই নিজে নিজে গাড়ী ড্ৰাইভিং করে, স্ত্ৰীকে নিয়ে ইবনেসিনাঁয়,, বিভিন্ন টেষ্ট করার পর, ডাক্তাররা রিপোর্ট দিলো। ব্ৰেষ্ট,(স্তন) ক্যান্সার, তবে টেনশনের কোনো কারণ নেই,তানিয়া আহমদে সুস্থ্য হয়ে যাবে!!/
.
"বাংলাদেশী ডাক্তারদের প্ৰতি ইশতিয়াক সাহেবের এমনতিই এলার্জি,এরমধ্যে সুশীলবাবু,ভুলবাল বুঝিয়ে ইণ্ডিয়ায় যাওয়ার সাজেষ্ট করলো, স্কুল লাইফের বন্ধু ব্যাবসায়ী পার্টনারও,তাই সুশীল বাবুর কথা ফেলতে পারলোনা। বন্ধু ইশতিয়াক, সাহেব, ব্যাবসা, বাণিজ্য, এদেশে হলেও, সুশীলবাবুর সব ভারতেই!,
.
"অবশেষে ভোরের ফ্লাইটে মাদ্ৰাজ ইশতিয়াক-তানিয়া দম্পত্তি, রাতে অনলাইনেই বিখ্যাত এক, মেডিকেলের এডমিট নিয়েই রেখেছিলো. তাই আর ঝামেলা করতে হয়নি। চলতেছে তানিয়ার চিকিত্সা,, বিভিন্ন থেরাপী,
.
"এরইমধ্যে একদিন ঘুম থেকে জেগে তানিয়া নিজে নিজেকে, আবিষ্কার করে বেডে একদম উলঙ্গ,, পাশে বসে আছে ডাক্তার!,, আর বুঝতে বাকি রইলোনা কি হয়েছে। ডাক্তারের ভয়ে,ও ইজ্জতের ভয়ে, সব ঘটনা চেপেঁ গেলো।কারো কাছেই কোনোদিন বললো না/-/
:
"গল্পটা কাল্পনিক, তবে বাস্তব,তবে দেশটা যদি হয় ইণ্ডিয়া, >:-O > -_-
,
ঘটনা-২৬ জানুয়ারীঃখবর ২ই-ফেব্ৰুয়ারীঃ ভারতের জামশেদপুর শহরের নামী-দামী হাসপাতালে, ধর্ষিতা কিশোরী আবারো ধর্ষণের শিকার হয়েছে।
.
ঘটনাঃ১৩-ই, ফেব্ৰুয়ারী খবর ভারতের হরিয়ানার হাসপাতালে আইসিইউ-তে ঢুকে সদ্য প্রসূতিকে ধর্ষণ!!
,
"বিশ্বে সর্বোচ্চ ধর্ষণের দেশের তালিকায় ইণ্ডিয়া ২য় স্থান লাভ করেছে, সেই ২০১৩ সালেই, এখন হয়তো ১ম স্থান অধিকারী!
.
"অন্যদিকে হিসেব করলে দেখা যাবে, বাংলাদেশের ৮৫%ভাগ হিন্দুর সম্পত্তির ৮০%ভাগই ভারতে জমা!! আর বাংলাদেশীদের দাঁত ব্যাথা, পেট ব্যাঁথা হলেই এক দৌড়ে ইণ্ডিয়া/মাদ্ৰাজ!
.
কে জানে? ইণ্ডিয়া/মাদ্ৰাজ গিয়ে, আড়ালে, আবডালে বেডে, কত্ত তানিয়া ধর্ষিত হয়েছে।এসবের জন্য দ্বায়ী অবশ্য ইশতিয়াকের মতো ভারত নির্ভর স্বামীরাই!!//
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভারতের নারীরাও ধর্ষণকে একটা চমক হিসেবেই দেখে । তাছাড়া এদের দেব দেবীর পূঁজোতে বেশ্যার ঘরের মাটি লাগে ।
মন্তব্য করতে লগইন করুন