- ইউরেকা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৫৮:৩৪ রাত
জনৈক জার্মান প্রবাসীনির বমি বমি ভাব হওয়াতে প্রেগন্যান্সি ট্যাস্ট করিয়ে হতভম্ব। রিপোর্ট পজেটিভ। ডাক্তার সাহেবগণও কুল কিনারা করতে পারেনাই, এটা কি করে সম্ভব।
ডাক্তার এর সন্দেহ বয় ফ্র্যান্ড এর দিকেই ছিল। কিন্তু বয় ফ্র্যান্ড অনন্য চরিত্রের অধীকারে সেটা যারা দেখেনি বা জানেনা তারা ছাড়া অন্য কেউ বিশ্বাস না করারই কথা।
ডাক্তার বলল চলেন, আপনার বাড়ীতে যাব, চা খেতে খেতে গল্প করব, দেখি কোন কুল কিনারা পাওয়া যায় কিনা।
চা আসল কিন্তু আর গল্প করা যাচ্ছেনা। পাশের বাড়ির কুকুরটার ঘেউ ঘেউ শব্দে পাড়া উজাড়। ডাক্তার বলল কি ব্যাপার এই সময়ে কুকুরতো ঘেউ ঘেউ করার কথা না!
আরে, টম এর কথা বলছেন? তার সাথে আমার অনেক ভাব। সে আপনাকে আমার সাথে যাওয়া আসা করতে দেখেছে, তাই ভেবেছে নতুন বয় ফ্র্যান্ড যোগাড় করেছি। আমার অনন্য ফ্র্যান্ডটাকেও কামড়ে দিয়েছিল, সেই ভয়ে আর সে আমার বাসায় আসেনা। আসলে টম আমাকে এতো ভালোবাসে যে, অামার সাথে অন্য কাউকে সহ্য করতে পারেনা।
ডাক্তার বলল, ইউরেকা.........
দ্রষ্টব্য : গল্পের সূত্রপাত যারা বুঝতে অক্ষম Click this link
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন