- শুভ জন্মদিন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৯:২৩ দুপুর

অনুরোধে লিখা, তাই প্রকাশ করা হয়নি, ড্রাফ্ট বক্সে জমেছিল, নিজের লিখাতো তাই প্রকাশ না করলে তৃপ্তিটাও পুরোপুরি পাচ্ছিনা। ক্ষমাপ্রার্থী প্রকাশ করার জন্য। আমি লিখা জমা রাখি ফেইসবুকে এবং ব্লগে ছেড়ে দিয়ে, তাই হারিয়ে যাওয়ার ভয় থেকেও এই প্রকাশ।

আজ ভোরের আলো মিষ্টি, হবেনা কোথাও বৃষ্টি

বইছে বাতাস ফুরফুরে, জানলা দিয়ে ঘর জুড়ে

দুলছে হাওয়ায় পর্দা, পানে চুনে জর্দা

পুরে দিয়ে গালে, যাক পুড়ে ঝালে

ছাদে গিয়ে একা, ভাবনার সীমারেখা

নীল আকাশে ছড়িয়ে দিয়ে হচ্ছি তাতে লীন

আজ আঠারই ডিসেম্বর তোমার জন্মদিন।

কার্ণিশে বসে কাকটা, রোজকার চেনা হাঁকটা

লাগছেনা মন্দ আজ, করছিনা কোন কাজ

আজকে শুধু আমি, স্বপ্ন দেখবো দামি

হোকনা যতই ভুল, লাগুক গন্ডগোল

মনের সাথে শংকা, বাজুক যতো ডংকা

তবুও আমি ভেবে ভেবে তোমায় হবো লীন

আজ আঠারই ডিসেম্বর তোমার জন্ম দিন।


কিনে নিয়ে কেকটা, ঝুলিয়ে কাঁধে ব্যগটা

কলেজ যাবার নাম করে, ঘুরবো পার্কে হাত ধরে

ভাবছো নাকি ইসরে, কানে কানে ফিস ফিসরে

ভাবনার নেই দরজা, নেই ধার-দেনা, কর্জা

ভালো কিংবা মন্দে, কাটুক আজ দ্বন্দে

লাল-নীল আর সাদায়, জলে কিংবা কাদায়

ওল্টেপাল্টে ভাবনাগুলো হোকনা তোমায় লীন

আজ আঠারই ডিসেম্বর তোমার জন্ম দিন।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361338
০৫ মার্চ ২০১৬ রাত ০১:০৪
আশাবাদী যুবক লিখেছেন : ভালো হয়েছ ৷
কিন্তু কার জন্মদিন?
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২৮
299459
বাকপ্রবাস লিখেছেন : এখানে পরিচিত বন্ধুর মতো, ওনাকে এ পর্যন্ত বেশ কটা গিফ্ট করেছি, জন্মদিন উপলক্ষ্যে, বান্ধবির, ভাইঝির, মামার ইত্যাদি জন্মদিন আসলেই আমাকে ইনবক্স করে হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File