আয়াতুল কুরসী ও তার মিরাকল

লিখেছেন লিখেছেন জনগনমন ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৭:১৯ সকাল

আয়াতুল কুরসী সম্পর্কে এতদিন শুধু এটুকুই জানতাম যে, এটা তিলাওয়াত করলে এত এত নেকি হয়।ফেরেস্তারা প্রটেক্ট করে ইত্যাদি।কিন্তু এটার মাঝে যে এত মিরাকল,এত বিস্ময় লুকিয়ে আছে জানতাম না।ওস্তাদ নুমান আলি খানের কাছেই জানলাম কতো বিস্ময়ই না ধারন করছে আল কোরআনের সূরা বাকারা'র এই অংশটুকু।

আপনাদের সাথে শেয়ার করছি।অনেকেই হয়তো জানেন সেটা।যারা জানেন না, তাদের জন্য।

আয়াতুল কুরসী'তে মোট বাক্য আছে নয়টি।

মিরাকলটা বুঝার আগে কিছু হিণ্টস দরকার,এতে সেটা বুঝতে অনেক সহজ হবে।

মিরাকলটা হলো এই,- নয় বাক্যের প্রত্যেকটি অন্যটির সাথে ভাবে,অলঙ্কারে,অর্থে হুবহু মিলে যাবে।কিন্তু মিলবিন্যাসটা হবে উল্টোদিক থেকে।

মানে, ১ নং বাক্যের সাথে একদম শেষ বাক্য।অর্থাৎ, ১ এর সাথে মিলবে ৯।

২ এর সাথে মিলবে ৮।

৩ এর সাথে মিলবে ৭।

৪ এর সাথে মিলবে ৬।

কিন্তু ৫ নং বাক্যে থাকবে একলা।এটির সাথে কোন বাক্যের ম্যাচ হবেনা।আর, এটিও অন্যতম একটা বিস্ময়।

এবার সরাসরি আয়াতুল কুরসীতে চলে যাওয়া যাক।আমরা উপরে উল্লিখিত সিকোয়েন্স অনুযায়ী মিরাকলটা দেখবো।(১-৯) (২-৮) (৩-৭) (৪-৬) এভাবে।

আয়াতুল কুরসীর প্রথম বাক্য হলো-

'আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব(হাইয়্যুল) ,চিরস্থায়ী(কাইয়্যুম) ।'

খেয়াল করুন, উল্লিখিত বাক্যে আল্লাহর দুটি গুণ/অবস্থা/নাম(সিফাত) এর উল্লেখ আছে।

একদম শেষ বাক্যে চলে যাই।শেষ বাক্য অর্থাৎ ৯ নং বাক্যটি হলো- ' তিনিই সর্বোচ্চ (আলিয়্যুল) এবং সর্বাপেক্ষা মহান (আজীম)।'

দুই বাক্যেই আল্লাহর সিফাতের বর্ণনা,এবং দুটিতে আল্লাহর দুটি করে সিফাতের উল্লেখ আছে।

(১ এর সাথে ৯ এর এটাই হলো সিকোয়েন্স)

'

দুই নম্বর বাক্যে যাওয়ার আগে একটা বিষয় জানা জরুরি।তা হলো- ঘুম আর তন্দ্রার মধ্যকার পার্থক্য।ইংরেজি,বাংলা ইত্যাদি ভাষায় 'ঘুম' আর 'তন্দ্রা' র জন্য আলাদা শব্দ/অর্থ নেই।এসব ভাষায় ঘুম মানে যা বোঝায়, তন্দ্রা মানেও তা বোঝা হয়।

কিন্তু আরবিতে সেরকম না।

ঘুম মানে- যখন আমরা একদম মৃত্যুর মত হয়ে যায়।কিছুর খেয়ালে থাকিনা।কিছুই বুঝিনা,কিছুই শুনিনা।

আর তন্দ্রা হলো- ঘুমের প্রাথমিক পর্যায়।যেটাকে আমরা অন্যভাবে 'ঝিমুনি' বলি।তন্দ্রা কিন্তু ঘুম নয়,ঘুমের প্রাইমারি ষ্টেপ।

আরবিতে ঘুমকে বলে- নাঊম।আর তন্দ্রা/ঝিমুনিকে বলে- 'সীনা'।

এইজন্যে ফজরের সালাতে মুয়াজ্জিন বলে- 'আচ্ছালতু খাইরুম মিনানাঊম'।ঘুম হতে সালাত উত্তম।

মুয়াজ্জিন কিন্তু বলেনা- 'আচ্ছালাতু খাইরুম মিনাসসীনা'।

যাইহোক, আমরা বাক্যটি দেখি।বাক্যটির অর্থ হলো- 'তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।'

এটি হচ্ছে ২ নং বাক্য।এবার শেষ থেকে ৮ নং বাক্যটি দেখি।(কারন সিকোয়েন্স অনুযায়ী ২ এর সাথে ৮ এর মিলবিন্যাসের কথা বলেছি)।

৮ নং বাক্যটি হচ্ছে- 'আকাশ এবং জমিন নিয়ন্ত্রন করা আল্লাহর জন্য কঠিন নয় (তিনি তাতে ক্লান্ত হন না)।'

খেয়াল করুন, ২ নং বাক্যে বলা হয়েছে- ঘুম আর তন্দ্রা আল্লাহকে স্পর্শ করেনা।

আমাদের কখন ঘুম বা তন্দ্রা/ঝিমুনি আসে?

যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি।

৮ নং বাক্যেও আল্লাহ বলেছেন একইরকম কথা।

'আকাশ এবং জমিন নিয়ন্ত্রনে তিনি ক্লান্ত হন না'- কারন (২ নং বাক্যেই তিনি বলে এসেছেন, ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারেনা।)

২ নং বাক্যের সাথে ৮ নং বাক্যের এই হলো অসাধারন মিল।

'

৩ নং বাক্যে যাওয়ার আগে আপনাকে আরো একটি বিষয়ে ক্লিয়ার হতে হবে।সেটি হচ্ছে- 'মালিক' দুই রকমের।একটি হচ্ছে ক্ষুদ্র জিনিসের মালিক,একটি বড় জিনিসের মালিক।

একটির ব্যবহার ক্ষুদ্রার্থে, অন্যটি বৃহদার্থে।

যেমন, আপনার হাতে একটি কলম থাকলে আপনি বলেন,- আমি এই কলমের মালিক।কিন্তু আপনি বলেন না যে,- আমি এই কলমের রাজা।কারন, কলম শব্দের মালিকানার সাথে 'রাজা' শব্দ ম্যাচ হয়না।রাজা শব্দটি ম্যাচ হয় বিশাল রাজত্ব বুঝাতে,যার ব্যাপ্তি বিশাল।

এবার ৩ নং বাক্যটি দেখুন।বাক্যটি হলো- 'আসমান ও যমীনে (ক্ষুদ্রাতিক্ষুদ্র) যা কিছু রয়েছে, সবই তাঁর।'

এবার ৭ নং বাক্যে কি আছে দেখুন।

সেটি হলো- 'তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে।'

এখানে লক্ষ্যনীয় ব্যাপার, ৩ নং বাক্যের বিষয় আর ৭ নং বাক্যের বিষয় একই।তা হলো- আল্লাহর মালিকানা।৩ নং বাক্যে তিনি আসমান আর জমিনের ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিসের মালিকানা যে তার,সেটা ঘোষণা করেছেন, আর ৭ নং বাক্যে এতদমধ্যে, ক্ষুদ্র-বিশাল যা কিছু আছে,সব কিছুই যে তার, সেটার ঘোষণা।

৩ আর ৭ এর মধ্যে এটাই হলো আশ্চর্য রকম মিল।

'

এবার ৪ নম্বর বাক্যে যাওয়া যাক।এখানে বলা হচ্ছে-

'কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া?'

খেয়াল করুন, আল্লাহ প্রশ্ন ছুড়ছেন, কে আছ এমন কিয়ামতের দিন সুপারিশ করার মতো আল্লাহর কাছে?

এর ঠিক পরেই আল্লাহ একটা 'কিন্তু (but) লাগিয়ে বলছেন- 'আল্লাহর অনুমতি ছাড়া'।

অর্থাৎ, কেউই সেদিন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেনা।শুধু সেই-ই পারবে, যাকে তিনি পারমিশান দিবেন।

এবার শেষ থেকে ৬ নং বাক্যে যাই।সেখানে আল্লাহ বলছেন-

'তাঁর জ্ঞান সম্পর্কে তারা কোন কিছুই জানেনা কিন্তু ততটুকু (তারা জানতে পারে) যতটুকু তিনি ইচ্ছা করেন।'

দেখুন, ৪ নম্বর বাক্যে বলা হলো- সেদিন কেউ সুপারিশ করতে পারবেনা,শুধু সে ব্যতীত যাকে তিনি পারমিশান দিবেন।

প্রথমে বলেছেন কারো ক্ষমতা নেই সুপারিশের যতক্ষন না তিনি অনুমতি দিচ্ছেন।

৬ নম্বর বাক্যে বলছেন, - তার জ্ঞান সম্পর্কে কেউই জানেনা, যতক্ষন না তিনি ইচ্ছামাফিক কাউকে জানাচ্ছেন।দুটি বাক্যেই দুটি করে Clause ব্যবহৃত হয়েছে।

এটিই হলো ৪ আর ৬ মধ্যে চমৎকার মিলবিন্যাস।

আর বাকি রইলো- ৫।

১ এর সাথে ৯ গেলো।

২ এর সাথে ৮।

৩ এর সাথে ৭।

৪ এর সাথে ৬।

৫ রয়ে গেলো একা। মোষ্ট সারপ্রাইজিং ম্যাটার ইজ, এই ৫ নং বাক্যে এমন কিছু বলা হয়েছে,যার সম্পর্কে ১-৪ বা ৬-৯ কোথাও কিছু বলা হয়নি।

পুরো ৯ বাক্যের মধ্যের বাক্য হচ্ছে এই ৫ নম্বর বাক্যটি।আর, ১-৪ এবং ৬-৯ বাক্যগুলোর মধ্যে অসাধারন এক সামঞ্জস্য নিয়ে বলা হয়েছে এই বাক্যে।

বাক্যটি হলো- 'দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন।'

খেয়াল করুন, বাক্যটি এমন এক জায়গায় (৫ নম্বরে), যার আগের বাক্য আর পরের বাক্যে আল্লাহ তার রাজত্ব,ক্ষমতা,গুণ,সিফাত,সৃষ্টির কথা বলেছেন।

তিনি বাক্যটি একদম মাঝখানে দিলেন, আর বলছেন 'এর সামনে পেছনে যা আছে তার সবই আমি জানি।'

এরকম করে কোন সাহিত্যিক, কোন কবি কি বলতে পারবে?

শুরুর প্রথম বাক্যের সাথে শেষের শেষ বাক্যের মিল।শুরুর দ্বিতীয় বাক্যের সাথে শেষের দ্বিতীয় বাক্যের মিল।শুরুর তৃতীয় বাক্যের সাথে শেষের তৃতীয় বাক্য।শুরুর চতুর্থ বাক্যের সাথে শেষের চতুর্থ বাক্য।

আর, তার মাঝখানে এমন একটি বাক্য যা সমন্বয় করছে আগে পরের সবকিছু? সুবাহান আল্লাহ ওয়া বিহামদিহি!

কোরআনের এমন ভাষা শৈলি,এমন বর্ণনা ভঙ্গি,এমন চমৎকার উপস্থাপন।

এইজন্যেই আল্লাহ সুবাহান ওয়া'তালা বার বার চ্যালেঞ্জ করেছেন- 'তোমরা (অবিশ্বাসীরা) যদি পারো অন্তত এর মতো (কোরানের) একটি আয়াত লিখে আনো।'

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359573
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪৫
আবু সুফিয়ান লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
359577
১৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৯
জনগনমন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের জন্য।
359594
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫০
298123
জনগনমন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আমি এই ব্লগে লেখালেখিতে একদম নতুন হলেও পাঠক হিসাবে অনেক পুরাতন। সেই সোনার বাংলা ব্লগ থেকে আমি আপনার একজন ভক্ত। সোনার বাংলা ব্লগে আপনার হজ্জ নিয়ে সিরিজ লেখাটি আমি ও আমার স্ত্রী একসাথে নিয়মিত পড়তাম। তারপর আপনার খুব কম লেখাই হয়ত বাদ পড়েছে। আমার দ্বিতীয় পোস্টে আপনার উৎসাহ ব্যাঞ্জক মন্তব্য দেখে খুবই ভাল লাগছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
359600
১৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৭
জাইদী রেজা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Rose Rose Rose
চমৎকার উপস্থাপন।
Rose
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৮
298124
জনগনমন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ।জাজাকাল্লাহু খাইর।
359637
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুন্দর!!! Rose Thumbs Up
জাযাকুমুল্লাহ... [আপনার সেক্রেটারীসহ] Tongue

সোনারবাংলায় আপনার নিকনাম কী ছিল জানালে আরো খুশী হতাম!
Praying Praying Praying
359654
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৭
জনগনমন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লগ লেখায় আমি একেবারেই নতুন। আগে আমার কোন আইডিও ছিলনা। কিন্তু আমি বরাবরই একজন পাঠক। উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ।জাজাকাল্লাহু খাইর।
359669
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:১৬
শেখের পোলা লিখেছেন : মোজেজা বা মিরাকল তাই যা দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে হারানো যায়৷আর সকলের সব মোজেজাই তাঁর হাতেই কার্যকরি ছিল৷ নবীর ইন্তেকালের পর তা আর মোজেজা থাকেনি, অথচ হজরত মোহাম্মদ সঃ এর এক মাত্র মোজেজা হল এই কোরআন, যা যার হাতেই থাক তা মোজেজা৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File